অভিনেতা সোহম চক্রবর্তী (Soham chakraborty) ও অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti chatterjee)অভিনীত ওয়েব সিরিজ ‘দুজনে’ এই মুহূর্তে টলিটাউনের চর্চার বিষয় হয়ে উঠেছে। 2 রা মে ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-তে মুক্তি পেতে চলেছে ‘দুজনে’। ইতিমধ্যেই এসভিএফ-এর কর্ণধার মহেন্দ্র সোনি (Mahendra soni) টুইটারে শেয়ার করেছেন ‘দুজনে’-র পোস্টার। সোহম ও শ্রাবন্তীর প্রথম ওয়েব সিরিজ ‘দুজনে’ একটি থ্রিলার।ওয়েব সিরিজে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন সোহম ও শ্রাবন্তী। শ্রাবন্তী অভিনীত চরিত্রটির নাম অহনা এবং সোহম অভিনীত চরিত্রটির নাম অমর। শ্রাবন্তী এসভিএফ-এর ওয়েব সিরিজে কাজ করতে পেরে অত্যন্ত খুশি কারণ এসভিএফ-এর মাধ্যমেই ফিল্মে ডেবিউ করেছিলেন তিনি। সেই ফিল্মে তাঁর বিপরীতে ছিলেন সোহম। অপরদিকে সোহমও নিজের পুরোনো ঘর এসভিএফ-এ ফিরতে পেরে যথেষ্ট আনন্দিত। তিনি এই ওয়েব সিরিজটির জন্য দর্শকদের ভালোবাসা ও আশীর্বাদ চেয়েছেন।
https://www.instagram.com/p/CL9jP-DBKCc/?igshid=wzwt8yew0c5c
কিন্তু এই মুহূর্তে সোহম তৃণমূল ও শ্রাবন্তী বিজেপি। ফলে রাজনীতির ময়দানে তাঁরা দুজনেই প্রতিপক্ষ। সুতরাং তাঁদের মেকআপ রুমে যে রাজনীতির কথা উঠে আসবে না, তা নিয়ে নিশ্চিত বলা না গেলেও অনায়াসেই বোঝা যাচ্ছে রাজনীতির গন্ডী ছাড়িয়ে বিনোদনকেই প্রাধান্য দিলেন সোহম ও শ্রাবন্তী।
তবে মূল খেলাটা এখানেই। এসভিএফ ‘দুজনে’-র মুক্তির দিন ধার্য করেছে 2 রা মে। ওই একই দিনে পশ্চিমবঙ্গে ভোটের ফলপ্রকাশ হতে চলেছে। মহেন্দ্র সোনির এই কূটনীতি কিন্তু অনেকের নজর এড়ায়নি। 2 রা মে ভোটের ফলপ্রকাশের দিন বিরোধী প্রতিপক্ষ নায়ক-নায়িকা নিয়ে তৈরী ‘দুজনে’ ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এ রিলিজ করার প্ল্যান সত্যিই প্রশংসনীয়। দর্শকদের নজর কাড়তেই এসভিএফ-এর এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। কিন্তু ভোটের ফলপ্রকাশের সময় ‘দুজনে’ দেখার আগ্রহ কতজনের থাকবে তা বলা মুশকিল।