Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Indrani Haldar: ‘বুড়ি’ থিওরি ভুলে যান, এই বয়সে রুপে সৌন্দর্যে নজর কাড়ছেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার

Updated :  Monday, January 24, 2022 2:08 PM

পর্দার শ্রীময়ী তিনি। সম্প্রতি কয়েকবছরে তিনি এই নামেই পরিচিত ছিলেন মানুষের মাঝে। টেলিভিশনের পর্দায় সম্প্রতি শেষ হয়েছে ‘শ্রীময়ী’। আপাতত একমাসের লম্বা বিরতিতে রয়েছেন তিনি। কয়েকদিন আগেই নিজের মতো করে জন্মদিন কাটিয়েছেন অভিনেত্রী। তবে খুব শীঘ্রই কাজে ফিরছেন তিনি, জানিয়েছেন নিজেই।

ইন্ডাস্ট্রির ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি। ছোটপর্দা হোক কিংবা বড়পর্দা সর্বত্রই বিরাজমান ইন্দ্রানী হালদার। তার অভিনয় শুরু থেকেই দর্শকদের পছন্দ। যেকোনো ধরনের চরিত্রে সাবলীল ইন্দ্রানী হালদার। যে কোন চরিত্রের পাশাপাশি সব ধরনের পোশাকেও একেবারে সাবলীল অভিনেত্রী। একাধিক জনপ্রিয় সিনেমার পাশাপাশি টেলিভিশনের পর্দায় একাধিক জনপ্রিয় ধারাবাহিকে দীর্ঘদিন অভিনয় করেছেন তিনি। তবে থেকে থেকেই নেটিজেনদের একাংশের মাঝে কটাক্ষের শিকার হন তিনি। তবে এই সমস্ত বিষয়ে কোনদিনই কান দেন না অভিনেত্রী।

Indrani Haldar: 'বুড়ি' থিওরি ভুলে যান, এই বয়সে রুপে সৌন্দর্যে নজর কাড়ছেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার

কয়েকদিন আগে পশ্চিমী পোশাকে ফটোশুটে অংশগ্রহণ করেছিলেন অভিনেত্রী। সেই নিয়ে তুমুল ট্রোলের মুখোমুখি হয়েছিলেন তিনি। মিডিয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তুমুল চর্চা হয়েছিল সেই নিয়ে। তবে সেইসব বিষয়কে পাত্তা দেননি কিংবা কোনো প্রতিক্রিয়াও দেননি। তবে সম্প্রতি পাশ্চাত্যের পোশাকে অভিনেত্রীর বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে, যাতে অভিনেত্রীকে নিঃসন্দেহে দারুন লাগছিল।

Indrani Haldar: 'বুড়ি' থিওরি ভুলে যান, এই বয়সে রুপে সৌন্দর্যে নজর কাড়ছেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার

উল্লেখ্য, একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো নৃত্যশিল্পীও। একাধিক নাচের অনুষ্ঠানও করেন তিনি। নয় নয় করে ইন্ডাস্ট্রিতে তার কম দিন হল না।

Indrani Haldar: 'বুড়ি' থিওরি ভুলে যান, এই বয়সে রুপে সৌন্দর্যে নজর কাড়ছেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার

তবে একমাস বিরতির পর তিনি আবারও পর্দায় ফিরবেন। সম্ভবত ফেব্রুয়ারি থেকেই তার ব্যস্ত সিডিউল শুরু হয়ে যাবে আবারও। ঐ মাসেই ‘কুলের আচার’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। এছাড়াও মার্চ মাস থেকে মৈনাক ভৌমিকের ‘ছুটকি’র শুটিং শুরু করবেন তিনি। এখনই ছোটপর্দায় ফিরছেন না। এই মুহূর্তে তার হাতে বড়পর্দার বেশ কয়েকটি কাজ রয়েছে, সেগুলো শেষ করেই সম্ভবত আবারো ছোটপর্দায় ফিরবেন তিনি।

Indrani Haldar: 'বুড়ি' থিওরি ভুলে যান, এই বয়সে রুপে সৌন্দর্যে নজর কাড়ছেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার