রাতের অন্ধকারে আটকে পড়া মানুষদের খেতে দিচ্ছেন কিছু মানুষরূপী ভগবান, দেখে নিন সেই ভিডিও
শ্রেয়া চ্যাটার্জি : কলকাতার চেতনা সংঘ এর পক্ষ থেকে কিছু ভগবানরূপী মানুষ এর আবির্ভাব হয়েছেন দমদম আন্ডারপাস তলায় ফুটপাতবাসী দের মধ্যে খাবার বিলিয়ে দেওয়ার জন্য। এই ফুটপাতবাসী দের মধ্যে অনেকেই আছেন যারা লকডাউনের জন্য নিজের জায়গায় ফিরে যেতে পারেননি। তাদের এই উদ্যোগকে কুর্ণিশ জানাতে হয়। তারা সমস্ত নিয়ম মেনে কোনরকম একসাথে জটলা না করে, সামাজিক দূরত্ব বজায় রেখে সুন্দর করে এই কাজটি করে চলেছেন। তবে যিনি এই কাজটিকে ভিডিও করেছেন তাকেও ধন্যবাদ জানাতে হয়, কারণ তিনি এই অসাধারণ দৃশ্যটি ভিডিও না করলে বোধহয় আমরা জানতেই পারতাম না এমন একটি কাজ হয়ে চলেছে। এই স্বেচ্ছাসেবক সংস্থাটি তাদের নিজেদের ফান্ড থেকে টাকা দিয়ে বিষয়টি সুন্দরভাবে পরিচালনা করছেন।
করোনা ভাইরাসের আতঙ্কে গোটা বিশ্ব এখন স্তব্ধ হয়ে গেছে, সকলেই কার্যত গৃহবন্দি, তবে গৃহবন্দি থাকলে আখেরে লাভ আমাদেরই হবে ভাইরাসটি ছড়াতে পারবে না। ভারতবর্ষ এখন যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সেই অবস্থায় ইতালিতে ভাইরাসটি অনেক পরিমাণে ছড়িয়ে পড়েছিল। কারণ তারা সামাজিক দূরত্ব বজায় রাখেনি, অবাধ মেলামেশা করেছে। আর তাই আজকে তাদের সেই পাপের ফল ভোগ করতে হচ্ছে, মৃত্যু-মিছিল শুরু হয়েছে, ইতালিতে শহরগুলি পরিণত হয়েছে ভুতুড়ে শহরে।