Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কালীপূজাতে শব্দবাজি নিয়ে বিশেষ কিছু বার্তা, অবশ্যই জেনেনিন!

Updated :  Tuesday, October 22, 2019 5:24 PM

প্রীতম দাস, নিজস্ব প্রতিনিধি : খোদ কলকাতার পুলিশ কমিশনার ও অন্যান্য আই পি এস কর্তা এবং সি ই এস শির পদস্থ ইঞ্জিনিয়ার দের সামনেই বিভিন্ন কালীপূজা কমিটির কর্তারা পূজাতে সরকারি অনুদান ও বিদ্যুতের বিলে ছার দেওয়ার দাবি তুললেন। সোমবার কালীপূজার উদ্যোক্তাদের নিয়ে কলামন্দিরে বৈঠকে অতিরিক্ত নগরপাল জাভেদ শামীম বলেন , এবার রবিবার কালীপূজা পড়েছে এবং এবার ৩১ শে অক্টোবর পর্যন্ত বিসর্জনের অন্তিম দিন ধার্য করা হয়ছে। তিনি আরো বলেন , সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের নির্দেশ মেনে পূজা করতে হবে। ৯০ ডেসিবেল এর উপর শব্দবাজি ফাটানো যাবে না। দশ টার পর মাইক বাজানো যাবেনা। এরপর বিভিন্ন পূজা কমিটির কর্তারা জানান , কালীপূজার সরকারি অনুদান আমরা নূন্যতম ১০০০০ টাকা দাবি তুলছি। এর কারণ হিসেবে তারা বলেন , দুর্গাপূজার পর কালীপূজা আসাতে স্পন্সরশিপ অনেক কমে যায়। ঊর্ধ্বমুখী বাজারমূল্য এর কারণে পূজা করা দায় হয় উঠছে। তার উপর বিজ্ঞাপন তেমন পাওয়া যায় না। বিদ্যুতের বিলে আমাদের ছার দেওয়া হোক। তাছারা রাজ্য সরকার দুর্গাপূজায় প্রতিটি কমিটিকে সরকারি অনুদান প্রদান করে ও বিদ্যুতের বিলে ছার দেয় তাহলে কালীপূজা কি কোনো পূজা নয় এরপর বিভিন্ন পূজা কমিটি তাদের সমস্যাকে পুলিশ আধিকারিকদের সামনে তুলে ধরেন।

বিদ্যুতের বিল সম্পর্কে সি ই এস সীর পক্ষ থেকে বলা হয় , কালীপূজায় গতবার বিদ্যুতের দাম যা ছিল এবারও একই রাখা হয়েছে। পুলিশ কমিশনার অনুজ শর্মা জানান , সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের নির্দেশ অনুযায়ী সমস্ত পুজো করতে হবে। এর আগে দুর্গাপূজা কমিটিগুলি আমাদের সাহায্য করেছে বলেই শান্তিতে পূজা মিটেছে।