বলিউডের কিং খান শাহরুখ খানের জন্মদিন আজ। জেনে নিন তার জীবনের কিছু অজানা কথা।
১) শাহরুখ খান সেন্ট কলম্বাস স্কুলে পড়াশোনা করেছেন। খেলাধুলায় তার খুব আগ্রহ ছিল।
২) গৌড়ীয় শাহরুখ খানের বিয়ে হয়েছিল 1991 সালে 25 শে অক্টোবর।
৩) শাহরুখের যখন বয়স 15 বছর তখন তার বাবা মারা যান ক্যান্সারে আক্রান্ত হয়ে। তিনি উকিল ছিলেন।
৪) শাহরুখ খানের প্রথম রোজগার ছিল 50 টাকা। পঙ্কজ উদাসের একটি কনসার্টে কাজ করে সেই টাকা পেয়েছিলেন। প্রথম রোজগারের টাকা দিয়ে তিনি ট্রেনের টিকিট কেটে প্রথম আগ্রা এসেছিলেন।
৫) তবে শাহরুখ খানের জীবন কিন্তু শুরু হয়েছিল সিনেমা দিয়ে নয়, টেলি সিরিয়াল দিয়ে। 1989 সালে কর্নেল কাপুরের পরিচালনায় ফৌজি নামের একটি ধারাবাহিক খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল।
৬) শাহরুখ খান কঠোর পরিশ্রম করতে পারেন। মাত্র চার থেকে পাঁচ ঘন্টা দিনে ঘুমোন। তার প্রিয় উক্তি হলো ঘুমানো মানে জীবন নষ্ট করা।
৭) বাড়িতে শাহরুখ খানের বাবা হিন্দকো ভাষায় কথা বলতেন। এই ভাষা পাকিস্থানে ব্যবহৃত পাঞ্জাবি কথ্য ভাষা।