দেশনিউজ

ঝাড়খন্ডে খুশির হাওয়া, ভারতের প্রথম আদিবাসী মহিলা উপাচার্য সোনাঝরিয়া

Advertisement

শ্রেয়া চ্যাটার্জি- ঝাড়খন্ড এখন খুশির হাওয়া, কারণ তাদের গ্রামের মেয়ে স্বাধীন ভারতের প্রথম আদিবাসী মহিলা উপাচার্য হয়েছেন। আদিবাসী সমাজ থেকে নিজের এমন জায়গা করে নেওয়া সত্যি প্রশংসার দাবি রাখে। সিধু কানু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিযুক্ত হন তিনি। ঝাড়খণ্ডের রাজ্যপাল দ্রৌপদী মুর্মু তার হাতে নিয়োগপত্র তুলে দেন।

তার নাম সোনাঝরিয়া মিনজ। প্রিয় বিষয় অংক। তাই স্নাতক ও স্নাতকোত্তর স্তরে তিনি অংক নিয়েই পড়াশোনা করেছেন। ১৯৮৬ সালে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ভর্তি হন এবং কম্পিউটার সাইন্স নিয়ে তিনি পড়াশোনা করেন। এক সময় শিক্ষক তাকে বলেছিলেন তার দ্বারা নাকি কিছুই হবে না।

কিন্তু মনের জোর থাকলে যে সত্যি সত্যি হওয়ানো সম্ভব তা প্রমাণ করেছেন সোনাঝরিয়া। যে মুহূর্তে ঘোষণাটা হয়েছে তখন তিনি দিল্লিতে ছিলেন। তারপরই তড়িঘড়ি টিকিট কেটে চলে আসেন রাঁচিতে। আর তার পরেই ঘটে সেই ঐতিহাসিক মুহূর্ত।

Related Articles

Back to top button