Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

গোপনে এনগেজমেন্ট করে নিলেন সোনাক্ষী, শুধু দেখাই সার সলমন খানের

Updated :  Tuesday, May 10, 2022 10:26 AM

সালমান খান বলিউডের ভাইজান। তার ভক্তের সংখ্যা অগণিত। তার মহিলা ভক্তের সংখ্যা গুনে শেষ করা যাবেনা। ভাইজানের জীবনে প্রেমিকার অভাব নেই। কেরিয়ারের শুরুর সময় থেকেই ভাইজানের জীবনে বলি ডিভাদের সমাগম। তবে এই ৫৬ বছর বয়সে এসেও ব্যাচেলরই রয়ে গিয়েছেন ভাইজান। এখনো পর্যন্ত তিনি কেন বিয়ে করেননি! সেই নিয়ে কৌতুহলের অভাব নেই। তবে মাঝে শোনা গিয়েছিল সোনাক্ষী সিনহার সাথে তার একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক নাকি বিয়ে পর্যন্ত গড়িয়েছে। তবে এই প্রসঙ্গে এই দুই তারকাকে মিডিয়ার সামনে কখনোই কথা বলতে শোনা যায়নি।

জানা গেছে, মাঝে নাকি বিয়ের সাজে সালমান ও সোনাক্ষীকে দেখা গিয়েছিল। সেই ছবি ভাইরালও হয়েছিল নেটদুনিয়ায়। তখন অনেকেই ভেবেছিলেন তারা হয়তো একে-অপরের সাথে জীবন কাটাতে চলেছেন। তবে সম্প্রতি সোনাক্ষী সিনহা গোপনে এনগেজমেন্ট করে নেওয়ায় শোরগোল পড়েছে নেটমহলে। নেটিজেনদের অনেকের দাবি ভাইজানকে না বলেই এমন কাজ করেছেন অভিনেত্রী। তবে সেই ছবি যে সত্যি ছিল না, তা স্পষ্ট। সম্ভবত কোন ছবির শুটিংয়ের খাতিরেই ঐ সাজে দেখা গিয়েছিল তাদের। সম্প্রতি সেই প্রসঙ্গ নিয়েই চর্চা চলছে নেটদুনিয়ায়।

গোপনে এনগেজমেন্ট করে নিলেন সোনাক্ষী, শুধু দেখাই সার সলমন খানের

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী সিনহা নিজের এনগেজমেন্টের কথা জানিয়েছেন সকলকে। এমনকি নিজের হাতের আংটি দেখিয়ে ছবিও তুলেছেন তিনি। তবে কার সাথে নিজের জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন সেকথা এখনো প্রকাশ করেননি অভিনেত্রী। তবে শোনা যাচ্ছে, ইকবাল জাহির নামের এক ব্যক্তির সাথে আংটি বদল করেছেন তিনি। তবে সে বিষয়ে এখনো পর্যন্ত কোন তথ্য প্রমাণ মেলেনি। তবে কয়েকদিন আগে শোনা গিয়েছিল, খ্যাতনামা ব্যবসায়ী বান্টি সাচদেবার সাথে সম্পর্কে রয়েছেন তিনি। আর সেই নিয়ে ঘোর আপত্তি ছিল শত্রুঘ্ন সিনহার। তবে শেষপর্যন্ত তিনি ঠিক কার সাথে আংটি বদল করেছেন! তা অভিনেত্রী না বললে জানা সম্ভব নয়।

সম্প্রতি অভিনেত্রীর শেয়ার করা ছবিগুলিতে একজন ব্যক্তির হাত স্পষ্ট। কখনো তার হাতে হাত রেখে, আবার কখনো তার কাঁধে মাথা রেখে, আবার কখনো তার হাত জড়িয়ে হাসতে হাসতে ছবি তুলেছেন অভিনেত্রী। তবে কোনো ছবিতেই অভিনেত্রীর মনের মানুষের চেহারার দেখা মেলেনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের এনগেজমেন্টের কথা জানিয়ে নিজের উচ্ছ্বাসের কথা প্রকাশ করেছেন সোনাক্ষী। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই বলিউডের একাধিক নামিদামি তারকা থেকে সাধারণ সকলেই শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে।