গতকাল পর্যন্ত অসুস্থ ছিলেন সত্যজিৎ রায়ের অপু। করোনায় আক্রান্ত হয়ে বেলভিউ হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। শ্বাসকষ্ট জনিত সমস্যা তাঁর বেড়ে গিয়েছিলো। ফুসফুসের অতিরিক্ত চাপ এড়াতে গতকাল থেকেই অনেকবার অক্সিজেন দেওয়া হয়েছিলো। কোভিড এর পাশাপাশি সৌমিত্রর ‘ক্যান্সার-প্রেশার-সুগার-সিওপিডি’ এই চারটি সমস্যা রয়েছে, এই জন্যেই মেডিক্যাল বোর্ড বসে গিয়েছিলো।
ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অরিন্দম করের নেতৃত্বে চার সদস্যের মেডিক্যাল বোর্ড চিকিৎসা করছে কিংবদন্তী অভিনেতার। এরপর আজ সকালে সূত্রের খবর অনুযায়ী জানা যায়, ভালো আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর শরীর ক্রমশ সুস্থতার দিকে এগোচ্ছে। স্বাভাবিক খাওয়া-দাওয়া করছেন, রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে, এবং জ্বরটাও আর নেই।
অগণিত মানুষের ভক্তের কামনায় ভালো হয়ে উঠছেন সোনার কেল্লার ফেলুদা। সব থেকে আশার কথা হল, ফুসফুসে সংক্রমণের চিহ্ন পাওয়া যায়নি তাঁর। ভারতলক্ষ্মী স্টুডিওয় একটি ডকু ফিচারের শ্যুটিং ছিল সৌমিত্রর। সেখান থেকেই তাঁর অসুস্থতার লক্ষন প্রকাশ পায়। তারপর সরাসরি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ।