আজ দুপুর 12:15 নাগাদ ভারতীয় চলচ্চিত্র জগতে ঘটেছে ইন্দ্রপতন। অনন্তলোকে যাত্রা করেছেন ‘ক্ষিদ্দা’ সৌমিত্র চট্টোপাধ্যায়। থেমে গেছে বিগত 40 দিনের লড়াই। কিছুক্ষণ আগেই বেলভিউ হাসপাতালে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন, দুপুর 2 টো নাগাদ সৌমিত্রবাবুর পার্থিব শরীর বেলভিউ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে তাঁর গল্ফ গ্রিণের বাড়িতে। এরপর সৌমিত্রবাবুর পার্থিব শরীর নিয়ে যাওয়া হবে টালিগঞ্জের টেকনিশিয়ানস স্টুডিওয়। টেকনিশিয়ানস স্টুডিওয় তাঁকে শ্রদ্ধা জানাতে হাজির থাকবেন টালিগঞ্জ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রির সমস্ত কলাকুশলীরা। টেকনিশিয়ানস স্টুডিও থেকে সৌমিত্রবাবুর পার্থিব শরীর নিয়ে যাওয়া হবে রবীন্দ্রসদনে। সেখানে ‘অপু’ কে শেষ শ্রদ্ধা জানাতে হাজির থাকবেন আপামর বাঙালি। রবীন্দ্রসদনে বিকেল 3:30 থেকে 5:30 টা পর্যন্ত রাখা থাকবে সৌমিত্রবাবুর পার্থিব শরীর। এরপর সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে শববাহী শকট পাড়ি দেবে কেওড়াতলা মহাশ্মশানের পথে।
সমস্ত কোভিড-প্রোটোকল মেনে পদযাত্রা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ সৌমিত্র চট্টোপাধ্যায়ের অনুরাগীরা যাবেন সৌমিত্রবাবুর শেষযাত্রায়। কেওড়াতলা মহাশ্মশানে সন্ধ্যা 6 টা থেকে 6:30 -এর মধ্যে রাজ্য সরকারের তরফে গান স্যালুটের মাধ্যমে প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে জানানো হবে শেষ সম্মান। এরপর সৌমিত্রবাবুর পার্থিব শরীরে হবে অগ্নিসংযোগ কিন্তু তবু অপু বাঙালি মননে থেকে যাবেন ‘অপরাজিত’।