Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অভিনেত্রীকে যৌনকর্মীর সাথে তুলনা করলেন বিজেপি সাংসদ, রাজনৈতিক মহলে সমালোচনার ঝড়

Updated :  Thursday, January 28, 2021 2:32 PM

কিছুদিন আগে সায়নী ঘোষের(Sayani Ghosh) এবং তথাগত রায়ের (Tathagata Roy) টুইট যুদ্ধে কিছু দিন আগে সরগরম হয়েছিল সোশ্যাল মিডিয়া। টলিউড সায়নীর বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। যার জেরে রবীন্দ্র সরোবরে থানায় অভিযোগ সায়নির বিরুদ্ধে অভিযগ দায়ের করতে দেখা যায় গেরুয়া শিবিরের নেতা তথা মেঘালয় এবং ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়কে। আর সেই সমালোচনা-তরজা যখন তুঙ্গে, সেই সময় টুইটে দায় এড়িয়ে অভিনেত্রীর সাফাই ছিল ,” ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে চাইনি।” তিনি দাবি করেন, ২০১৫ সালে এই টুইট করে আগোচরে করা হয়েছিল।

সায়নীর অ্যাকাউন্টে ৫ বছর আগের এই টুইটে গিয়েছিল, শিবলিঙ্গের মাথায় কন্ডোম পরাচ্ছেন এইডস সচেতনতার বিজ্ঞাপনের ম্যাসকট ‘বুলাদি’। ‘বুলাদির শিব রাত্রি’ লেখা সেই ছবিতে। আর পোস্টের ক্যাপশনে লেখা ‘ ঈশ্বর এর থেকে অনেক বেশি কার্যকরী হতে পারেন না।” যদিও বিতর্ক বাঁধতেই সায়নী জোড়া টুইটে দাবি করন, তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। এই নিগ্রহের বিরুদ্ধে গর্জে উঠতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee)। এই বার সেই টুইট নিয়েই বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। অভিনেত্রী সায়নী ঘোষকে যোনকর্মীর সাথে তুলনা করেছেন বিজেপি সাংসদ।

বাংলা বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ (Soumitra Kha)বুধবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে জনসভা ছিল। সেখানেই অশ্লীল ভাষায় সায়নীকে আক্রমণ করেন তিনি। বলেন, “সায়নী ঘোষের মতো কিছু শিল্পী শিবলিঙ্গ এবং মা সরস্বতী সম্পর্কে অশ্লীল এবং বিতর্কিত মন্তব্য করেন। আমি বিশ্বাস করি যারা মা সরস্বতী এবং শিবলিঙ্গকে অপমান করে তারা আসলে যৌনকর্মী।

সৌমিত্র প্রকাশ্য সমাবেশে বলেন, “তৃণমূল কংগ্রেসের অভিনেত্রী সায়নী ঘোষ দেবী সরস্বতীকে যৌনকর্মী বলেছেন। আমি বলি যে আমাদের শিব লিঙ্গ ও মা মনসার অপমানকারী সায়নী ঘোষ আসলে একজন যৌনকর্মী। আপনি চাইলে আমার বিরুদ্ধে মামলা করুন।”