জমে উঠেছে দুই নায়িকার বন্ধুত্ব, রাধিকাকে ‘রসগোল্লা’ বললেন মিঠাই

সাধারণতঃ ফিল্ম ইন্ডাস্ট্রির একটা প্রবাদ আছে, নায়িকাদের মধ্যে বন্ধুত্ব হয় না। কিন্তু এই কথাকে সময় বিশেষে মিথ্যা প্রমাণিত করেছেন অনেক নায়িকাই। এবার সেই তালিকায় নাম জুড়ল ‘মিঠাই’ সৌমিতৃষা কুণ্ডু (soumitrisha…

Avatar

সাধারণতঃ ফিল্ম ইন্ডাস্ট্রির একটা প্রবাদ আছে, নায়িকাদের মধ্যে বন্ধুত্ব হয় না। কিন্তু এই কথাকে সময় বিশেষে মিথ্যা প্রমাণিত করেছেন অনেক নায়িকাই। এবার সেই তালিকায় নাম জুড়ল ‘মিঠাই’ সৌমিতৃষা কুণ্ডু (soumitrisha kundu) এবং ‘রাধিকা’ স্বস্তিকা দত্ত (swastika dutta)-র। সম্প্রতি সৌমিতৃষা ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন যেখানে তাঁকে ও স্বস্তিকাকে একসঙ্গে দেখা যাচ্ছে। সেই ছবিতে স্বস্তিকাকে পাউট করতে দেখা যাচ্ছে। ছবিটি শেয়ার করে সৌমিতৃষা লিখেছেন, স্বস্তিকার মুখটা একদম রসগোল্লার মতো। স্বস্তিকাও ছবিটি শেয়ার করে লিখেছেন, মিঠাই-এর দেওয়া নামটি মিঠাই-এর মতোই মিষ্টি।

পর্দার ‘মিঠাই’ সৌমিতৃষা বাস্তবেও কিন্তু মিষ্টির ভক্ত। ডায়েট মানলেও মিষ্টি ছাড়তে পারেননি তিনি। এক সাক্ষাৎকারে সৌমিতৃষা জানিয়েছিলেন, কোচিং থেকে মায়ের সঙ্গে বাড়ি ফেরার সময় প্রায়ই তিনি দোকানে দাঁড়িয়ে দু-চারটে মিষ্টি খেতেন।

‘মিঠাই’ -তে জমে উঠেছে মিঠাই ও সিদ্ধার্থের সম্পর্কের রসায়ন। টিআরপি রেটিংয়ে এক নম্বরে উঠে এসেছে ‘মিঠাই’। সিদ্ধার্থের ভূমিকায় অভিনয় করছেন আদৃত রায় (adrita roy)। অপরদিকে জি বাংলায় ‘কি করে বলব তোমায়’ নিয়েছে পাঁচ বছরের লিপ। ছোট্ট অভির মাধ্যমে পাঁচ বছর পর দার্জিলিঙে দেখা হয়েছে রাধিকা ও কর্ণের। অভির ভূমিকায় অভিনয় করছেন আরুষ (Arush) এবং কর্ণের ভূমিকায় অভিনয় করছেন ক্রুশল আহুজা (krushal ahuja)।