Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শিফন শাড়িতে বাথটবে শুয়ে মিঠাই, ছড়ানো গোলাপের পাপড়ি, রোমান্সের আশায় ধারাবাহিক অনুরাগীরা

Updated :  Wednesday, February 16, 2022 9:30 AM

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। বাংলা ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম এই ধারাবাহিক। গত একবছর ধরে এই ধারাবাহিক টিআরপি দৌড়ের এক নম্বর স্থান দখল করে ছিল। তবে প্রতিপক্ষ চ্যানেল স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকের জন্য সেই স্থান হারিয়েছে মিঠাই। আপাতত ধারাবাহিকের পরিচালক এক নম্বর স্থান ফিরে পেতে মরিয়া হয়েছেন। এখন ধারাবাহিকের প্রতিটি এপিসোডে তিনি রাখছেন নতুন নতুন চমক।

এই ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন সৌমিতৃষা কুন্ডু। ধারাবাহিকে মিঠাইয়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের মধ্যে এক বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তবে শুধু মিঠাই হিসেবে নয় সৌমিতৃষারও জনপ্রিয়তা নেহাত কম নয়। তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তার অনুরাগীর সংখ্যা চোখে পরবে। সম্প্রতি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে নিজের একটি ছবি শেয়ার করে সকলকে ভ্যালেন্টাইন্স ডের শুভেচ্ছাবার্তা দিয়েছিলেন তিনি।

সম্প্রতি ভাইরাল হওয়া ফটোতে অভিনেত্রীকে একটি বাথটবে শুয়ে থাকতে দেখা গিয়েছে। সেখানে চারদিকে ছরানো ছিলছিল অসংখ্য গোলাপের পাপড়ি। শিফন শাড়ি তো দেখা গিয়েছে তাকে। একটি ফাঁকা জায়গায় শুটিং সেটের মধ্যেই রাখা ছিল বাথটবটি। আর সেখানে শুয়েই ছবি তুলেছে পর্দার মিঠাই। তবে এটি যে কোনো শুটিংয়ের দৃশ্য নয় তা এতক্ষণে বোঝাই গিয়েছে। কাজের ফাঁকে এই ছবি তুলেছেন অভিনেত্রী। এদিন ভ্যালেন্টাইন্স ডের দিনেই ছবিটি শেয়ার করে সকলকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এমনকি ভ্যালেন্টাইন্স ডের দিন জি বাংলাকে তাকে মিঠাই করে তোলার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তবে আপাতত অভিনেত্রীর এই ফটো রীতিমতো ভাইরাল তার অনুরাগীদের মাঝে।

এই মুহূর্তে ধারাবাহিকের গল্প অনুযায়ী সকলে মিলে মিরিকে ঘুরতে গিয়েছেন। মিঠাই ও সিদ্ধার্থকে কাছাকাছি আনার জন্যই এই উদ্যোগ মোদক পরিবারের। পাহাড়ে গিয়ে শেষ পর্যন্ত মিঠাই ও সিদ্ধার্থের মিল হয় কিনা সেটাই দেখার। তবে তা দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।