মহারাজের অবস্থা স্থিতিশীল, আগামিকাল অ্যাঞ্জিওগ্রাম করার সিদ্ধান্ত চিকিৎসকদের
কলকাতা: ফের বুকে ব্যাথা অনুভব করেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আজ, বুধবার (Wednesday) তাঁকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে (Apollo Hospital) ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৪২ নম্বর কেবিনে তাঁকে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ভাল আছেন সৌরভ। কার্ডিয়াক সমস্যার কারণেই একটু অস্বস্তি থাকায় সাধারণ চেকআপে আসেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, স্থিতিশীল রয়েছে মহারাজের পরিস্থিতি।
সৌরভ কে দেখতে ইতিমধ্যেই হাসপাতালে যান বৈশালী ডালমিয়া। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, ‘আপাতত সুস্থ রয়েছে সৌরভ। বসে আছে এবং স্বাভাবিক কথা বলছে।’ জানা গিয়েছে, রাতে ভাল ঘুম হয়নি এবং সামান্য অস্বস্তি বোধ করায় হাসপাতালে নিয়ে আসা হয় সৌরভকে। আগামিকাল, বৃহস্পতিবার অ্যাঞ্জিওগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রে খবর, সৌরভের ইকো, ইসিজি পরীক্ষায় কিছু সমস্যা ধরা পড়েছে। আগামীকাল করা হবে অ্যাঞ্জিওগ্রাম। আজ পর্যবেক্ষণেই থাকবেন দাদা। চিকিৎসা চলছে ডা. আফতাব খানের অধীনে।
প্রসঙ্গত, আগের বারের মত এবারও সৌরভের শারীরিক অবস্থার খোঁজ ফোন করে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি কৈলাস বিজয়বর্গীয়কে ফোন করে সৌরভের হাল-হকিকত জানতে চেয়েছেন এবং মহারাজের দ্রুত আরোগ্য কামনা করেছেন