কলকাতা: সবকিছু ঠিক থাকলে আজ শনিবার (Saturday) ছুটি পেতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তবে এর আগে শারীরিক পরিস্থিতি এবং মেডিক্যাল রিপোর্ট সব ঠিকঠাক থাকে তবেই। এমনটাই এক সংবাদসংস্থাকে জানিয়েছে হাসপাতালের এক আধিকারিক। জানা গিয়েছে, বর্তমানে সৌরভের শারীরিকভাবে একদম স্থিতিশীল। শুক্রবার রাতেও ভালোভাবে ঘুমিয়েছেন। সকালে হালকা প্রাতঃরাশ সেরেছেন।
সূত্রে খবর, এরপরই হাসপাতাল থেকে সৌরভ গাঙ্গুলিকে ডিসচার্জ করার আগে চিকিৎসকরা কিছু মেডিক্যাল টেস্ট করে দেখবেন। বৃহস্পতিবার এনজিওপ্ল্যাস্টি করে সৌরভের বাকি দুই ধমনীতে স্টেন্ট বসানো হয়েছিল। পুরো অস্ত্রোপচারের তত্ত্বাবধানে ছিলেন দেশের দুই শীর্ষস্থানীয় কার্ডিওলজিস্ট দেবী শেঠি এবং অশ্বিনী মেহতা। তারপরে গতকালই সৌরভকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।
সূত্রে খবর, এরপরই হাসপাতাল থেকে সৌরভ গাঙ্গুলিকে ডিসচার্জ করার আগে চিকিৎসকরা কিছু মেডিক্যাল টেস্ট করে দেখবেন। বৃহস্পতিবার এনজিওপ্ল্যাস্টি করে সৌরভের বাকি দুই ধমনীতে স্টেন্ট বসানো হয়েছিল। পুরো অস্ত্রোপচারের তত্ত্বাবধানে ছিলেন দেশের দুই শীর্ষস্থানীয় কার্ডিওলজিস্ট দেবী শেঠি এবং অশ্বিনী মেহতা। তারপরে গতকালই সৌরভকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।













A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’