রাজ্যপালের সঙ্গে বৈঠক নিয়ে কোনো রকম জল্পনা করতে হবে না আপনাদের, এটা স্রেফ একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। রাজ্যপালের সঙ্গে দু ঘণ্টা বৈঠক সেরে মিডিয়াকে এরকমই জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজভবন থেকে বেরোনোর সময় সংবাদমাধ্যমকে সৌরভ বলেছেন,” গত জুলাই মাস নাগাদ বাংলায় এলেও এখনো পর্যন্ত ইডেন গার্ডেন্স একবারের জন্যেও দেখেননি রাজ্যপাল। আমাকে তিনি এই কথা বলেছিলেন। এই কারণেই আমি সেখানে গিয়েছিলাম। এখন তো প্র্যাকটিস চলছে। তাই আগামী সপ্তাহে উনাকে আমি ইডেন গার্ডেন্স ঘুরিয়ে দেখাবো। এই নিয়ে কোন জল্পনা তৈরি করবেন না।” তিনি আরো বলেন, রবিবার রাজ্যপালের সঙ্গে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম, কোন জল্পনা প্রয়োজন নেই।
সৌরভ গাঙ্গুলী রাজভবন থেকে বেরিয়ে যাবার পর জগদীপ ধনকর একটি টুইট করেন। সেখানে তিনি লিখেছেন,” আজ বিকেল সাড়ে ৪ টে নাগাদ রাজভবনে দাদার সাথে নানা বিষয় নিয়ে কথা হল। ১৮৬৪ সালে দেশের প্রাচীনতম ক্রিকেট মাঠ ইডেন গার্ডেন্স তৈরি হয়েছিল। সেখানে যাওয়ার জন্য তিনি আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণ আমি গ্রহণ করেছি।”
https://twitter.com/jdhankhar1/status/1343182278306877440
সোমবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একটি কর্মসূচিতে যোগ দিতে চলেছেন সৌরভ গাঙ্গুলী। তবে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে এই বিষয়ে কোন মন্তব্য করা হয়নি। তবে তার আগে রাজ্যপালের সঙ্গে এই বিশেষ ‘ সৌজন্য সাক্ষাৎ ‘ নিয়ে বেশ সরগরম রয়েছে রাজ্য রাজনীতি।
২১ বিধানসভার আগে একেবারে কোমর বেঁধে মাঠে নামতে চলেছে ভারতীয় জনতা পার্টি। বর্তমানে সৌরভ গাঙ্গুলীর সঙ্গে তার রসায়ন নিয়ে বঙ্গ রাজনীতি বেশ সরগরম রয়েছে। তারই মধ্যে সমস্ত জল্পনাকে আরো উস্কে দিয়ে রাজভবনে গিয়ে পৌঁছান সৌরভ। তবে কি কারণে এই সাক্ষাৎ, সেই নিয়ে সৌরভ কিছু বলেননি। বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে যে জল্পনা শুরু হয়েছে তা নিয়ে বর্তমানে মশগুল আছেন রাজনৈতিকরা।