এবার দাদাগিরির মঞ্চে দোল একটু অন্যভাবেই পালন করবেন সকলের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলী। চার নায়িকার সাথে চুটিয়ে দোল খেলতে দেখা যাবে দাদাকে। দোল উপলক্ষে চলতি সপ্তাহের শেষে আয়োজিত হবে দাদাগিরির বিশেষ পর্ব, আনন্দবাজার অনলাইনকে জানালেন এই শোয়ের পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়। এদিন দাদাগিরির মঞ্চে উপস্থিত থাকবেন মনামী ঘোষ, শ্রাবন্তী চ্যাটার্জী , পূজা ব্যানার্জী, ঐন্দ্রিলা সেনর মত অভিনেত্রীরা। এছাড়া উপস্থিত থাকতে দেখা যাবে বিক্রম চ্যাটার্জী ও সোমরাজ মাইতিকে।তবে বলাই বাহুল্য, এদিন সৌরভ গাঙ্গুলী মধ্যমণি হয়ে থাকবেন।
এই এপিসোডে সাদা পাঞ্জাবি-পাজামায় ও লাল হাফ জহর কোটে দেখা মিলবে দাদার। এই পোশাকেই ‘সিলসিলা’ ছবির অন্যতম জনপ্রিয় দোলের গান ‘রাঙ্গ বার্ষে’র সাথে তাল মিলিয়ে দাদাগিরির মঞ্চে চার নায়িকার সাথে নাচতে দেখা যাবে দাদাকে। বিক্রম চ্যাটার্জী ও সোমরাজ মাইতি উপস্থিত থাকলেও এদিন দাদাই ছিলেন মূল আকর্ষণ। এদিন দাদাগিরির মঞ্চে মনামী ঘোষকে সবুজ রঙের ঘাঘড়া-চোলিতে, পূজা ব্যানার্জীকে গোলাপী রঙের শাড়িতে, শ্রাবন্তী চ্যাটার্জীকে সবুজ রঙের শাড়িতে ও ঐন্দ্রিলা সেনকে লাল রঙের স্কার্ট ও স্কিন রঙের শার্টে দেখা গিয়েছে।
এমনকি এদিন দাদাকে নিজের ছোটবেলাকার দোলের গল্প শেয়ার করে নিতেও দেখা যাবে। দাদা নিজেই জানিয়েছেন, ছোটবেলায় দুষ্টুমি করে রঙের সাথে প্রেসের কালি মিশিয়ে দিয়েছিলেন। রঙ খেলার পর সেই কালি মেশানো রঙ তুলতে সবার ঘাম ছুটে গিয়েছিল। মনামী ঘোষ জানান তিনি ছোট থেকে রঙ খেলতে ভয় পেতেন কিন্তু পরে বড় হয়ে দলের মাহাত্ম্য বুঝতে পেরেছিলেন। এখন তিনি চুটিয়ে দোল উপভোগ করেন। অন্যদিকে শ্রাবন্তী জানান, তিনি ছোট থেকেই রং খেলতে পছন্দ করেন। ছেলেবেলায় তার বাড়ির কাছ দিয়ে যারা যেতেন, তাদের সকলের দিকেই ছাদ থেকে বেলুন ছুঁড়তেন অভিনেত্রী।
উল্লেখ্য, দোল উপলক্ষে দাদাগিরির বিশেষ পর্ব জমজমাট হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখছে না। হাসি-মজায় ও রঙ খেলায় দারুন কাটতে চলেছে এদিনের এপিসোড। পুরো এপিসোড দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়, শনি ও রবি ঠিক রাত ৯.৩০’এ।