করোনা আবহে এতোদিন পর্যন্ত বন্ধ ছিল সমস্ত টেলিভিশন ধারাবাহিক ও অন্যান্য অনুষ্ঠানগুলির শ্যুটিং এর কাজ। তবে অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত নন-ফিকশন এবং রিয়েলিটি-শো গুলির শ্যুটিং শুরু করার জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী সৌরভ গাঙ্গুলীর সঞ্চালিত ‘দাদাগিরি আনলিমিটেড-৮’ সহ অন্যান্য শো এর শুটিং শুরু হয়েছে।
সম্প্রতি তিনি তার ৪৮ তম জন্মদিন পালন করেছেন, তার টিমের সকল সদস্যরা তাকে এই বিষয়ে শুভেচ্ছা জানিয়েছেন। পুনরায় নিজের কাজে ফিরে যেতে পেরে খুশি অনুষ্ঠানের সঞ্চালক নিজেও। এই সপ্তাহের শেষ থেকে একদম নতুন এপিসোড শুরু হতে চলেছে। তবে লকডাউন চলাকালীন শুটিং এ মেনে চলা হচ্ছে বেশ কিছু বিধিনিষেধ। থাকছে না কোনো অডিয়েন্স, এছাড়া টিমের সদস্য হিসেবে থাকছেন মোট ৪০ জন।
উল্লেখযোগ্য, বাংলা টেলিভিশনে সবচেয়ে জনপ্রিয় শো গুলির মধ্যে সৌরভ গাঙ্গুলীর ‘দাদাগিরি আনলিমিটেড সিজন-৮’ অন্যতম। ২০০৯ সালে এই শোয়ের লঞ্চের পর থেকেই এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। যদিও এই শো টি সপ্তাহের শেষে সম্প্রচারিত হয় তবে প্রাত্যহিক ধারাবাহিকগুলির চেয়ে টিআরপির দিক দিয়ে কোনো অংশে কম যায়না। অন্যদিকে রচনা ব্যানার্জীর সঞ্চালিত অনুষ্ঠান ‘দিদি নাম্বার ওয়ান’ র শুটিংও শুরু হয়ে গিয়েছে।