Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Sourav Ganguly: বাঙালির দাদা সৌরভ গাঙ্গুলীর কিসের লোভ? দাদাগিরির মঞ্চেই ফাঁস সত্য

Updated :  Sunday, March 13, 2022 11:35 AM

দাদাগিরি আনলিমিটেড জি বাংলার অন্যতম জনপ্রিয় গেম রিয়্যালিটি শো, যা সৌরভ গাঙ্গুলী অর্থাৎ বাঙালির দাদার সঞ্চালনা ছাড়া রীতিমতো অসম্পূর্ণ। একেবারে শুরুর সময় থেকেই দাদাগিরির সাথে যুক্ত তিনি। আর এই দাদাগিরির মঞ্চেই বহু মানুষ আসেন তাদের হাজারো প্রশ্ন নিয়ে। দাদাও তার সাধ্যমত চেষ্টা করেন সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার। এই মুহূর্তে বাঙালির কাছে সপ্তাহ শেষ মানেই জি বাংলার পর্দায় দাদাগিরি।

এই দাদাগিরির মঞ্চে প্রতিসপ্তাহে থাকে নতুন নতুন চমক। সমাগম ঘটে প্রচুর তারকাদেরও। তারাও পিছিয়ে পড়া জেলেদের এগিয়ে নিয়ে যেতে আসেন এই মঞ্চে। সম্প্রতি তেমনি একটি বিশেষ এপিসোডের কিছু ঝলক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতার। ভাইরাল হওয়া ভিডিও থেকেই জানা গিয়েছে, এখনো এই বয়সেও দাদার কিসের প্রতি সবথেকে বেশি লোভ?

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ছোটপর্দার অভিনেত্রী ঐশ্বর্য খেলার মাঝেই দাদাকে বেশ কয়েকটি প্রশ্ন করছেন। আর দাদাও মজার ছলেই উত্তর দিয়ে চলেছেন সেইসব প্রশ্নের। এর মাঝেই অভিনেত্রী জিজ্ঞাসা করে বসেছিলেন এই বয়সেও দাদার কিসের প্রতি লোভ সবথেকে বেশি! দাদা এই প্রশ্নের উত্তরে জানিয়েছেন, সব বাঙালির মতোই তিনি খাওয়া-দাওয়া করতে ভীষণ পছন্দ করেন। তবে লোভ থাকলেও নিজেকে একটি গণ্ডির মধ্যে রেখে দেন তিনি তা নিজের জন্যই, অর্থাৎ ফিট থাকার জন্য। তবে একথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই, তাকে দেখলেই স্পষ্ট হয় সবটা।

জি বাংলার অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। এই মুহূর্তে যার ভিউজ অনেক। পছন্দ করেছেন বহু মানুষ। দাদাগিরির অগণিত ভক্তদের মাঝেও এই ভিডিও এখন ভাইরাল। ৮’টা সিজন পাড় করে ৯’এ পা দিয়েছে দাদাগিরি। তবে এখনো বাকি রয়েছে আরও চমক। তা দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।