Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Sourav Biopic: কবে মুক্তি পাচ্ছে বায়োপিক? দাদাগিরির মঞ্চে জানিয়ে দিলেন সৌরভ নিজেই

Updated :  Wednesday, January 19, 2022 10:06 AM

মাসখানেক আগেই চর্চা শুরু হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় বায়োপিক নিয়ে। সেই সময়ে প্রথমবারের জন্য সামনে আসে, খুব শীঘ্রই বায়োপিক আসতে চলেছে মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় এর। এমনিতেই সৌরভ গাঙ্গুলী বাঙালিদের কাছে একটা ইমোশনের মত কাজ করেন। তার মধ্যে আবার বায়োপিক, তাই উৎসাহ ছিল দ্বিগুণ। কিন্তু বর্তমানে যদিও করোনা ভাইরাসের কারণে এই সমস্ত পুরোপুরি ঝিমিয়ে পড়েছে। তবে ভক্ত মন তো উসখুস করবেই। তাই এবারে দাদাগিরির মঞ্চে সম্পূর্ণরূপে খোলসা হয়ে গেল মহারাজের বায়োপিকের বিষয়টি।

গত রবিবার ছিল দাদাগিরি আনলিমিটেড এর একটি স্পেশাল এপিসোড। এই এপিসোডে দাদাগিরিতে খেলতে এসেছিলেন বাংলা টেলিভিশন জগতের কিছু জনপ্রিয় মুখ। উপস্থিত ছিলেন মিঠাই ধারাবাহিকের ফাহিম মির্জা, অর্কজা আচার্য, ঐন্দ্রিলা সহ এবং জন ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন মধুপ্রিয়া চৌধুরী, যিনি ধারাবাহিকে নতুন এন্ট্রি নিয়েছেন। সকলের উপস্থিতিতে দাদার কাছে বায়োপিক নিয়ে প্রশ্ন করলেন মধুপ্রিয়া। তিনি দাদার কাছে জিজ্ঞাসা করলেন, “তাবড় তাবড় তারকাদের নিয়ে জীবনীচিত্র হচ্ছে। তোমার বায়োপিক নিয়ে অনেকদিন ধরেই তো শুনছি, সেটা কবে আসবে?”

এই প্রশ্নের উত্তরে সৌরভ গঙ্গোপাধ্যায় জানালেন, “বায়োপিক আসছে। তবে আপাতত স্ক্রিপ্ট লেখার কাজ চলছে। আগামী দেড় থেকে দুই বছরের মধ্যেই দাদার বায়োপিক দেখা যাবে।” তার সাথে সাথেই সৌরভ গঙ্গোপাধ্যায় আরো বললেন, তার জীবনের গল্প এবং তার উত্থান পতনের গল্প বলেই তৈরি হবে এই বায়োপিক। তবে সম্পূর্ণ যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে তৈরি হবে, সেরকম নয়। এখানে অবশ্যই পরিচালক এবং প্রযোজকের ছুরি কাঁচি তো চলবেই। লাভ ফিল্মসের প্রযোজনাতে এই সিনেমা আসতে চলেছে। গত ৭ সেপ্টেম্বর তাদের সঙ্গে বায়োপিকের চুক্তিতে স্বাক্ষর করে নিয়েছেন মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। বর্তমান বিসিসিআই সভাপতিকে নিয়ে যখন হচ্ছে বায়োপিক, তখন বাজেট হবে বেশ বড়।

তার সঙ্গে থাকতে চলেছে একাধিক স্টার কাস্ট। তবে সৌরভ এর ভূমিকায় এখনো কে থাকবেন, সে বিষয় নিয়ে তেমন কিছু খোলাসা করা হয়নি। প্রথমে রানবির কাপুর এবং ঋত্বিক রোশনের নাম সামনে এসেছিল। তারপরে আবার অভিষেক বচ্চনের নাম শোনা গিয়েছিল এই তালিকায়। তবে এখনো পর্যন্ত কোন কিছুই পরিষ্কার হয়নি, তাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে এখনই সম্পূর্ণরূপে কিছু বলা যাচ্ছে না।