Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ছোট্ট ছেলে ও বউকে নিয়ে পাহাড়ে বেড়াতে গেলেন ‘গদাই ঠাকুর’, ভাইরাল ছবি

Updated :  Sunday, January 31, 2021 2:58 PM

সম্প্রতি পাহাড়ে বেড়াতে গেলেন শ্রীরামকৃষ্ণ পরমহংস। হ্যাঁ, এখন এই নামেই তাঁর পরিচয়। ‘করুণাময়ী রানী রাসমণি’ সিরিয়ালে শ্রীরামকৃষ্ণের ভূমিকায় অভিনয় করে সাড়া ফেলে দিয়েছেন সৌরভ সাহা (sourav saha)। শ্রীরামকৃষ্ণের আপনভোলা চরিত্র নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন সৌরভ। শুটিং স্পটে থাকাকালীন শ্রীরামকৃষ্ণবেশী সৌরভ অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের আইবুড়ো ভাতের দিন তাঁকে আশীর্বাদ করেছিলেন। সেই ছবিটি নেটদুনিয়ায় তুমুল ভাইরাল হয় ‘শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ’ নামে। এই মুহূর্তে ধারাবাহিকে শ্রীরামকৃষ্ণ গদাধরের জীবনে এসেছেন তাঁর সহধর্মিণী সারদা দেবী। সারদা দেবীকে ফুলের গয়না পরিয়ে মাতৃজ্ঞানে পূজো করেন গদাধর। গদাধর ও সারদামণির সম্পর্কের রসায়ন বাড়িয়েছে ‘করুণাময়ী রানী রাসমণি’-র টিআরপি।

সৌরভ বরাবর লো প্রোফাইলে থাকতে পছন্দ করেন। তিনি মনে করেন, অভিনয় তাঁর পেশা। একজন অভিনেতা হিসাবে তিনি তাঁর কাজ করে চলেছেন। শ্রীরামকৃষ্ণের চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য গদাধর নিজেকে ভাগ্যবান মনে করেন। প্রায় রোজই তাঁর শুটিং থাকে। শুটিংয়ের ফাঁকে একটু সময় বের করে সৌরভ, তাঁর স্ত্রী সুস্মিতা (susmita) এবং তাঁদের একমাত্র পুত্রসন্তানকে নিয়ে ঘুরতে গিয়েছেন মংপুতে। মংপুতে রবীন্দ্রনাথ ঠাকুর(Rabindranath Tagore)-এর স্মৃতিবিজড়িত ‘টেগোর হাউস’ দেখতে গিয়েছিলেন তাঁরা। সেই ছবি সৌরভ ইন্সটাগ্রামে শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায়।

গত বছর সৌরভ ও সুস্মিতা পালন করেছেন তাঁদের বিবাহবার্ষিকী। একই সঙ্গে ছিল তাঁদের পুত্রসন্তানের তিন বছরের জন্মদিন। সৌরভের বাড়িতে পরিবার ও ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতে কেক কেটে বিবাহবার্ষিকী ও জন্মদিন একসাথে পালন করা হয়েছিল। সৌরভ সেই ঘরোয়া অনুষ্ঠানের ছবি শেয়ার করেছিলেন ইন্সটাগ্রামে।