Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৬১৫ টাকায় বুক করে ভ্রমণ করুন দক্ষিণ ভারত, দারুন প্যাকেজ নিয়ে এলো আইআরসিটিসি

পর্যটনের প্রচারের জন্য এবার এয়ার ট্যুর এবং এসি ট্রেনের মাধ্যমে অনেকদিন প্যাকেজ নিয়ে হাজির হয়েছে আইআরসিটিসি। এর মধ্যে বেশ কিছু সস্তা ট্যুর প্যাকেজ রয়েছে। তবে এর মধ্যে সবথেকে আকর্ষণীয় হলো…

Avatar

পর্যটনের প্রচারের জন্য এবার এয়ার ট্যুর এবং এসি ট্রেনের মাধ্যমে অনেকদিন প্যাকেজ নিয়ে হাজির হয়েছে আইআরসিটিসি। এর মধ্যে বেশ কিছু সস্তা ট্যুর প্যাকেজ রয়েছে। তবে এর মধ্যে সবথেকে আকর্ষণীয় হলো আইআরসিটিসি দক্ষিণ ভারত ভ্রমণের ট্রেনের প্যাকেজ। আগামী ১৪ নভেম্বর থেকে এই প্যাকেজ শুরু হবে এবং চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত। ৯দিন এবং ৮ রাতের এই ট্যুর প্যাকেজে একজন ব্যক্তিকে মাথাপিছু ১৭,৬৪০ টাকা দিতে হবে।

এই যাত্রার জন্য প্রতি মাসে ৬১৫ টাকা ইএমআই এর ব্যবস্থা বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে করা হয়েছে। এর ফলে অনেক মানুষের বহু সুবিধা হবে। প্যাকেজে রামেশ্বরম, মাদুরাই, মল্লিকার্জুন এবং তিরুপতি বালাজি মন্দির পরিদর্শন করা হবে। এই ট্রেনে বসার সুবিধা গোরক্ষপুর, প্রয়াগরাজ সঙ্গম, লখনউ, কানপুর এবং বীরাঙ্গনা লক্ষীবাঈ থেকে হবে। এই প্যাকেজের মধ্যে রয়েছে যাত্রার সময় সকালের খাবার, দুপুরের খাবার এবং রাতের খাবার দেওয়া হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে বুকিং সম্পর্কে irctc উত্তর অঞ্চলের প্রধান অজিত কুমার সিনহা বলছেন যে, আগ্রহী ব্যক্তিরা কানপুর এবং পর্যটন ভবন, গোমতীনগর, এবং লখনৌতে অবস্থিত আইআরসিটিসি অফিসে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আইআরসিটির ট্যুরিজমের ওয়েবসাইট থেকে অনলাইন মাধ্যমে এই বুকিং করা যাবে। এছাড়াও আরো তথ্য এবং বুকিং এর জন্য অফিসের মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে।

About Author