বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee)সাথে ছিলেন বলেই তিনি বেহালায় গিয়েছিলেন। তার পিঠে এখনও বিশ্বাসঘাতকতার দগদগে দাগ। মঙ্গলবার বিকালে নিজের এলাকায় রোড শো করতে করতে জানিয়ে দিলেন বেহালা পূর্বের বিধায়ক শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) । তার কথায়,”বৈশাখী সাথে রয়েছেন বলে আমি বেহালায় আসতে পেরেছি। মানুষের কাছে এসেছি। আমরা পিঠটা খুললে এখনও দগদগে দাগ দেখতে পাবেন। সেই দাগ বিশ্বাসঘাতকতার।” প্রায় সাড়ে তিন বছর পর মঙ্গলবার তথা আজ শোভন বেহালায় গিয়েছিলেন। হুডখোলা জিপে গেরুয়া শিবিরের হয়ে রোড শো করতে। তার সাথে, যথারীতি, ছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যিনি শোভনকে বললেন ‘আধুনিক বেহালার রূপকার।”
শোভন আদৌ ভোটে দাঁড়াতে চান নাকি প্রশ্ন করলে না বলে জানিয়েছেন তিনি। কিন্তু তার সাথে তিনি বলেন,”আধুনিক বেহালার রূপকার হচ্ছেন শোভন চট্টোপাধ্যায়। আমি মনে করি, বিজেপি ওকে টিকিট দিলে ওর বেহালা পূর্বেই ও দাঁড়াত। বেহালার মানুষ জেতাবে ওকে।” তিনি নিজে কি ভোটে দাঁড়াবেন। তার উত্তরে তিনি বলেন,”আমি ভোটে দাঁড়াব কি না, সেটা বিজেপির শীর্ষ নেতৃত্ব ঠিক করবেন। কিন্তু যিনিই দাঁড়াবেন, আমরা প্রচার করব তার জন্য। তাকে জেতাতে লড়ব।”
শোভন বৈশাখী বেহালার রোড শো তে আসছেন শুনে শোভনের স্ত্রী রন্তা চট্টোপাধ্যায় কটাক্ষ করে বলেন,”মানুষ একসাথে শোভন-বৈশাখীকে যত দেখবেন, তত তৃণমূলে ভোট কমবে।” সেই বিষয়ে প্রশ্ন কড়া হলে শোভন বলেন,”আমি তো আগেই বলেছি, আমার জন্য কেউ পায়ের পাতা পর্যন্ত ভেজালে আমি তার জন্য নাক পর্যন্ত জল নিয়ে নেব। আমি নীতিগত প্রশ্নে আপস করিনি। সম্মানের ব্যাপারে, উন্নয়নের প্রশ্নে আপস করিনি। যে উন্নয়ন বেহালায় করে দেওয়া গিয়েছে, কে দাঁড়াবেন, সেটা বড় কথা নয়, কিন্তু বেহালা পূর্ব এবং পশ্চিমে আর তৃণমূলের বিধায়ক থাকবে না।”