Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শোভন-বৈশাখী তৃণমূলের, এমন বলেই তাদের বিরুদ্ধে সুর চড়ালেন কলকাতার বিজেপি সভাপতি

Updated :  Friday, January 1, 2021 10:34 PM

সম্প্রতি শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) কলকাতার পর্যবেক্ষক করেছে পদ্ম শিবির। আর তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে (Baishakhi Banerjee) সহ আহবায়ক করেছে বিজেপি নেতৃত্ব। এইবার তাদের নাম না দুই জনকে আক্রমণ করলেন কলকাতার জেলা বিজেপির সভাপতি শঙ্কর শিকদার। আর তার মন্তব্যে উঠে এসেছে আদি এবং নতুন বিজেপির দ্বন্দ্বের প্রসঙ্গ।

কিছুদিন আগে এক ভিডিও তে দেখা গিয়েছে, দলের এক মহিলা কর্মীর সাথে বচসায় জড়িয়ে পড়েন কলকাতা জেলা বিজেপির সভাপতি শঙ্কর শিকদার(Sankar Sikdar)। এই মহিলা বলেছেন,”সিপিএম কর্মীদের বিজেপিতে এনে বড় বড় পদ দেওয়া হয়েছে।” সেই সময় ওই মহিলাকে কারো নাম না নিয়ে শঙ্কর শিকদার বলেন,” জানেন কলকাতার পর্যবেক্ষক কে? কে সহ পর্যবেক্ষক? ওরা সবাই তৃণমূলের। দলে ঢুকে বসে রয়েছে।

ইতিমধ্যে সেই ভিডিও দেখেছেন বৈশাখী। তিনি এই মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেন,”নির্বুদ্ধিতার কারণেই এমন মন্তব্য করেছেন। এতে দলেরই ক্ষতি হবে। দুর্বল হবে দল। এভাবে কি প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করা সম্ভব?” বৈশাখীর মতে,”এতে দলের শৃঙ্খলা নষ্ট হবে। দলের শৃঙ্খলা মেনে চলা উচিৎ সকলকে। অনুশাসন থাকা উচিৎ যেমন একটা পরিবার থাকে।” শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী এইদিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে,”এই ধরণের কথা আবার কানে এলে উপরের নেতৃত্বের কাছে জানাতে তথা তাদের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হব।”

প্রসঙ্গত, এর আগেও কলকাতা পুরসভার ১৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন শঙ্কর শিকদার। তার বক্তব্য ছিল,”এই ওয়ার্ডের কাউন্সিলর নিজে সিন্ডিকেট চালান। গুণ্ডাদের প্রশয় দেন তিনি।” আর তার পরের থেকেই এই বিষয় নিয়ে অন্য মাত্রায় পৌঁছেছিল বিতর্ক। কিন্তু এইবার সেই শোভন এবং তার বান্ধবী বৈশাখীর বিরুদ্ধে সুর চড়ালেন শঙ্কর।