নিউজপলিটিক্সরাজ্য

বান্ধবীর অনুপস্থিতিতে নিজেও কি অনিশ্চিত শোভন চ্যাটার্জি? প্রবল অস্বস্তিতে গেরুয়া শিবির

বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Bandhopadhya) মিছিলে গরহাজির থাকবে এবং তাই হয়তো  এখন শোভন চ্যাটার্জীর (Sovon Chatterjee) মিছিলে উপস্থিতি অনিশ্চিত

Advertisement

বঙ্গ রাজনীতিতে আজ সকাল থেকেই চর্চার বিষয় ছিল শোভন বৈশাখীর আজকের স্বাগত মিছিল। আজকে প্রথম বিজেপি কলকাতা পর্যবেক্ষক হিসেবে শোভন চ্যাটার্জি (Sovon Chatterjee) ও সব পর্যবেক্ষক হিসেবে বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Bandhopadhya) কলকাতার রাস্তায় বিজেপির ঝান্ডা হাতে নামত। এই নিয়ে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। কিন্তু বেলা গড়াতে গড়াতে উত্তেজনার শিখা একদম নিস্তেজ হয়ে গিয়েছে। গতকালই ব্যক্তিগত কারণে মিছিলে উপস্থিত থাকবেন না বলে জানিয়ে দিয়েছিলেন বৈশাখী ব্যানার্জি। তারপর আজ হয়তো বান্ধবীর পথ অনুসরণ করবেন শোভন চ্যাটার্জি। তাহলে তিনিও কি আজকে মিছিলে অনুপস্থিত থাকবেন?

গতকালই বিজেপি নেতা কর্মীদের বৈশাখী ব্যানার্জি সাফ জানিয়ে দেয় যে তিনি ব্যক্তিগত কারণে কালকের মিছিলে যোগদান করতে পারবেন না। সূত্র মারফত জানা গিয়েছে শেষ পর্যন্ত দল বৈশাখী বন্দ্যোপাধ্যায় মানববন্ধন করতে পারেনি। কিন্তু এবার শোভন চ্যাটার্জি সেই পথেই হাঁটতে চলেছে বলে জানা যাচ্ছে। আজকের মিছিলে হয়তো থাকবেন না শোভন চ্যাটার্জি। সেই কারণে মিছিলের উদ্দেশ্য এখন একদমই পরিবর্তন হয়ে গিয়েছ। আজকে বিজেপি মিছিল রেখেছিল শোভন বৈশাখীকে বিজেপিতে স্বাগত জানানোর জন্য। কিন্তু তারাই যদি সেই মিছিলে না আসে তাই রাতারাতি তাদের এজেন্ডা বদলে দিয়েছে দল।

অন্যদিকে লালবাজারের তরফে কাল সাফ জানিয়ে দেয়া হয়েছি, বিজেপি সোমবারের দিন এত বড় মিছিল করতে পারবে না। তারপর আজকে বিজেপি নেতা রাকেশ সিংয়ের সাথে কলকাতা পুলিশের মিটিংয়ের পর কিছু শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিয়েছে লালবাজার। পুলিশ তাদের পায়ে হেঁটে মিছিল করার উপদেশ দিয়েছে এবং সেইসাথে পূর্বনির্ধারিত রুটের কিছু পরিবর্তন করেছে। পুলিশ ও শোভন বৈশাখীর ইস্যু নিয়ে এখন প্রবল অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।

Related Articles

Back to top button