অফবিটআন্তর্জাতিকনিউজ

আপনি মহাকাশে পাড়ি দিতে চান? সুযোগ করে দেবে স্পেস এক্স, জেনে নিন, কীভাবে?

Advertisement

মহাকাশ ভ্রমণের অনবদ্য সুযোগ এবার এনে দিচ্ছে স্পেস এক্স (Space X)। দীর্ঘদিনের শখ যাদের মহাকাশ (Space) ভ্রমন করার, এবার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে স্পেস lএক্সের হাত ধরে। এই বছরই বিশ্বে প্রথম বাণিজ্যিকভাবে এই মিশন চালু করার কথা ঘোষণা করল সংস্থাটি। প্রকল্পটি চালু হবে এ বছরের চতুর্থ ত্রৈমাসিকে। প্রকল্পটির নাম ‘ইন্সপিরেশন ৪’ (Inspiration four)।

স্পেসএক্স ক্রু ড্রাগন ক্যাপসুল নামক একটি যানে করে যারা মহাকাশ ভ্রমণ করতে চান এমন ৪ জনকে নিয়ে যাওয়া হবে মহাকাশে। প্রত্যেক ৯০ মিনিটে ওই ক্যাপস্যুল পৃথিবীর কক্ষপথকে প্রদক্ষিণ করবে। তবে প্রথমে কোন ৪ জন এই মহাকাশ সফরে যাবেন তা আগামী সপ্তাহে ঘোষণা করা হবে। মিশনে অংশগ্রণকারী ব্যক্তিদের নির্বাচিত করার পর তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। শুধু তাই নয়, ‘ইনস্পিরেশন ৪’ প্রকল্পের সঙ্গে জড়িত কর্মীদেরও গোটা বিষয়টি নিয়ে একটা প্রশিক্ষণের আয়োজন করা হবে। এমনটাই জানিয়েছে স্পেসএক্স।

বর্তমানে প্রযুক্তি ব্যবস্থা এতটাই উন্নত হয়ে গেছে যে আর পাঁচটা ঘুরতে যাওয়ার জায়গার মতন এখন মহাকাশকেও একটি ভ্রমণের জায়গা করার প্রচেষ্টায় আছেন বিজ্ঞানীরা। এই বছর ওই ক্যাপস্যুলের সাহায্যে নিরাপদএই মহাকাশভ্রমণ শুরু হলে তবেই বোঝা যাবে এই ভ্রমণ আসলে ঠিক কতটা আরামদায়ক এবং নিরাপদ।

Related Articles

Back to top button