নয়াদিল্লি: অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে এসে পৌঁছল ভিভিআইপিদের জন্য বিশেষ বিমান ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’। এই বিমান ‘এয়ারফোর্স ওয়ান’ ধাঁচের ভিভিআইপিদের জন্য বিশেষ বিমান ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’৷ আধুনিক এই বিমানে রয়েছে সেলফ প্রোটেকশন স্যুট, এয়ারক্রাফ্ট ইনফ্রারেড কাউন্টার মেসার্স, আধুনিক ডিফেন্সিভ ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট এবং কাউন্টার মেসার্স ডিসপেন্সিং সিস্টেম৷
https://youtu.be/_Mjc6bFeR6Y
অত্যাধুনিক সুরক্ষার বলয়ে মোড়া এই বিমান ব্যবহার করবেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী৷ আমেরিকার টেক্সাসের ওর্থ বিমানবন্দর থেকে রওনা হয়ে দিল্লি পৌঁছতে পাক্কা ১৫ ঘণ্টা সময় লেগেছে এয়ার ইন্ডিয়া ওয়ানের৷ সূত্রের খবর অনুযায়ী অনেক আগেই আসার কথা ছিলো, কিন্তু তা সম্ভব না হওয়ার কারণে এই বিমান আসতে এতো দেরি হল।
#WATCH: VVIP aircraft Air India One that will be used for President, Vice President & PM arrives at Delhi International Airport from US.
It is equipped with advance communication system which allows availing audio & video communication function at mid-air without being hacked. pic.twitter.com/4MtXHi8F9O
— ANI (@ANI) October 1, 2020
১৫ ঘণ্টার দীর্ঘ উড়ান শেষে বৃহস্পতিবার দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছয় এই বিমানটি ৷