হিমবাহ আছড়ে পড়েছে জোশীমঠ হৃষিকেশে প্রলয়, চালু করা হয়েছে হেল্পলাইন
হরিদ্বারে জারি হাই অ্যালার্ট, টুইটের মাধ্যমে হেল্প লাইন নম্বর দিলেন মুখ্যমন্ত্রী (Trivendra Singh Rawat)
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত (Trivendra Singh Rawat) এইদিন টুইটের মাধ্যমে জানিয়েছেন হেল্প লাইন নম্বর। তিনি টুইটে আরও লেখেন, আপনি যদি ক্ষতিগ্রস্ৎ জায়গায় আটকে থাকেন, যদি আপনার কোনও প্রকার সাহায্যের প্রয়োজন হয়, তবে দুর্যোগ অপারেশন সেন্টার নম্বর ১০৭০ অথবা ৯৫৫৭৪৪৪৪৮৬ নম্বরে যোগাযোগ করুন।
প্রসঙ্গত উল্লেখ্য, জেশীমঠ হৃষিকেশে ভয়াবহ তুষার ধস। কেদারনাথের স্মৃতি উষ্কে আছড়ে পড়তে দেখা গিয়েছে বরফ জলকে। ভেঙে গেছে দুটি বাঁধ। জলের স্তর ক্রমশ বেড়ে চলেছে। হরিদ্বার পর্যন্ত জারি কড়া হয়েছে হাই অ্যালার্ট। ফাঁকা করে দেওয়া হয়েছে ধৌলিগঙ্গার পাশের গ্রামগুলি। উদ্ধার কার্যে ইতিমধ্যেই নেমে পড়েছে ITBP, NDRF এবং SDRF।
উল্লেখ্য, ভয়াবহ তুষারধসে ক্ষিতিগ্রস্থ হয়ে পড়েছে ঋষিগঙ্গা জলবিদ্যৎ প্রকল্প। কেন্দ্রীয় জল এবং বিদ্যুৎমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন উত্তরাখন্ডের হিমবাহ ধসের ফলে চরম ক্ষতিগ্রস্থ হয়েছে ঋষতিগঙ্গার জলবিদ্যুৎ প্রকল্প। সকাল ৮ টার সময় এই ঘটনা ঘটেছে বলে সূত্র হতে জানা গিয়েছে। এর মধ্যেই ধৌলিগঙ্গা নদীর জলও বেড়ে গিয়েছে বিপদসীমার উপরে। মনে কড়া হচ্ছে হরিদ্বার- ঋষিকেশে গঙ্গার জলস্তর আরও বেড়ে যাবে। বেশ কিছু বাঁধ ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে সূত্র হতে। এই মুহুর্তে যোশীমঠের সাথে বেশ কিছু স্থানে জারি কড়া হয়েছে হাই অ্যালার্ট।
This is scary. Prayers for Uttarakhand. 🙏🏻 I hope pic.twitter.com/X0bDCUm2RM
— Neha Joshi (Modi Ka Parivar) (@The_NehaJoshi) February 7, 2021
অন্যদিকে এই ভয়াবহ কাণ্ডে উদ্ধার কড়া হয়েছে তিনজনের দেহ। তবে হতাহতের সংখ্যা ১০০-১৫০ জন ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যসচিব ওমপ্রকাশ। পরিস্থিতি নিয়ে খুবই চন্তিত মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র রাওয়াত। তা স্পষ্ট তার টুইট থেকে। এই দিকে নজর রাখছেন প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ।
अगर आप प्रभावित क्षेत्र में फंसे हैं, आपको किसी तरह की मदद की जरूरत है तो कृपया आपदा परिचालन केंद्र के नम्बर 1070 या 9557444486 पर संपर्क करें। कृपया घटना के बारे में पुराने वीडियो से अफवाह न फैलाएं।
— Trivendra Singh Rawat ( मोदी का परिवार) (@tsrawatbjp) February 7, 2021