সম্প্রতি আবার হু হু করে বাড়লো পেঁয়াজের দাম। বাজারে পেঁয়াজ কিনতে গিয়ে ছেঁকা খাচ্ছে সাধারণ মানুষ।সম্প্রতি কয়েক মাস আগে রপ্তানি বন্ধ করে এবং ১ লক্ষ টনের মত পেঁয়াজ আমদানি করলেও ঠেকানো যায়নি পেঁয়াজের মূল্যবৃদ্ধি ।আবার পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার।
পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস অবস্থা গৃহস্থের ।তাই গতকাল, বুধবার পেঁয়াজের দাম কমাতে মন্ত্রীসভার বৈঠকে ১.২ লক্ষ টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিলো কেন্দ্রীয় সরকার।গতকাল এই প্রস্তাবের অনুমোদন করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।এই প্রস্তাবে বিদেশ থেকে ৪ লক্ষ টন পণ্য কেনার দরপত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। পেঁয়াজের দাম কমাতে বেসরকারি আমদানির ক্ষেত্রে ছাড় দিল কেন্দ্র। এছাড়া অন্যান্য নিয়মগুলিকেও শিথিল করা হল।













A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’