দেশনিউজ

দলে থাকছেন সোনিয়া গান্ধী, বিশেষ সংযোজন চারজনের বিশেষ কমিটি

Advertisement

নয়াদিল্লি: কংগ্রেসের সমস্যা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর পাশাপাশি গতকাল রাহুল গান্ধী কংগ্রেস সংস্কারপন্থী নেতাদের যা বলেন তাতে যথেষ্ট হেনস্থার শিকার হন দলের নেতারা। বেশ কিছুদিন ধরেই ওয়ার্কিং কমিটির বৈঠক চাইছিলেন এই নেতারা, আর এবার তাদের কথা মাথায় রেখে মাঝামাঝি একটা সমাধান সূত্র বের করেছে কংগ্রেস।

এবার সোনিয়া গান্ধী দলের সভাপতির দায়িত্ব থাকলেও তাকে সাহায্যে করবে ৪ সদস্যের একটি কমিটি। রাহুল গান্ধী নাকি নিজেই ওই কমিটি তৈরির প্রস্তাব দেওয়ার পাশাপাশি জানান, এই কমিটিতে থাকবেন তঅন্তত ২ জন সংস্কারপন্থী নেতা। কিন্তু এইটা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সোনিয়া গান্ধী নিজেই,এমনটাই বলেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা।

রাহুল নিতান্তই দলের কোনো এমন সাধারণ নেতা নন উনি একজন ওয়ার্কিং কমিটির গুরুত্ব পূর্ণ সদস্য।তার এমন চিঠি, অবশ্য পড়ে দলের চাপে তিনি তার ভুল মেনেও নিয়েছেন।আবার এই চিঠির পরিবর্তে প্রবীণ নেতা শৈবাল গতকাল টুইট ও করেছেন, পড়ে অবশ্য সেটা মুছে দেওয়া হয়েছে। এই দুর্দশা কংগ্রেস এর এর আগে দেখা গেলেও দলের এই ছন্নছাড়া অবস্থা নিয়ে সামনের দিনে কংগ্রেস কতোটা চলতে পারবে তা অবশ্য অনেকেই কাল অনেক কথা বলেছেন।

গতকাল রাতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শেষ হতেই ওইসব নেতাদের মধ্যে ৯ জন সংস্কারপন্থী নেতারা বৈঠক করেন। গুলাম নবি আজাদের বাসভবনের ওই বৈঠকে ছিলেন কপিল সিব্বল, শশী থারুর, মণীশ তিওয়ারি,আনন্দ শর্মা এবং আরও অনেক নেতা। ওই বৈঠকে সোনিয়াকে লেখা চিঠিতে যাঁরা সাক্ষর করেছিলেন তাদের ওয়ার্কিং কমিটির মিটিং সম্পর্কে অবহিত করতেই সবাই মিলিত হয়েছিলেন বলে সূত্রের খবর।

 

Related Articles

Back to top button