নিউজদেশ

Indian Railways: ভ্রমণ পিপাসুদের জন্য বিশেষ সুখবর, এবার রাজস্থান থেকে কন্যাকুমারী ট্যুর করুন ১২ দিনে

এবার ভ্রমন পিপাসুদের জন্য বিশেষ ট্রেন ঘোষণা করল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)।

Advertisement
Advertisement

ভারতীয় জনজীবনের প্রেক্ষাপটে রেলের গুরুত্ব কতখানি, তা হয়তো কারোর বলে দিতে হবে না। লোকাল ট্রেন থেকে শুরু করে এক্সপ্রেস ট্রেন, কয়েক কোটি মানুষ গ্রহণ করে থাকেন ভারতীয় রেলের দুর্দান্ত পরিষেবা। মূলত, কম খরচে অধিক দূরত্ব অতিক্রম করার জন্য বেশিরভাগ মানুষ পছন্দ করে থাকেন ভারতীয় রেল যোগাযোগ ব্যবস্থাকে। তবে এবার ভ্রমন পিপাসুদের জন্য বিশেষ ট্রেন ঘোষণা করল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)। এক ট্রেনেই তিরুপতি বালাজি, রামেশ্বরম, মাদুরাই, কন্যাকুমারী এবং মল্লিকার্জুনের মত ঐতিহাসিক স্থানে ভ্রমণ করতে পারবেন ভ্রমণ পিপাসুরা।

Advertisement
Advertisement

আজ্ঞে হ্যাঁ, এদিন ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের তরফ থেকে নতুন এই ট্রেনের ঘোষণা করা হয়েছে। যা রাজস্থান থেকে যাত্রা শুরু করে আপনাকে তিরুপতি বালাজি, রামেশ্বরম, মাদুরাই, কন্যাকুমারী এবং মল্লিকার্জুনে নিয়ে যাবে। ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে, বিশেষ এই ট্রেনটি ভ্রমণ প্রেমীদের ১২ দিনের ট্যুর করাবে।

Advertisement

ট্রেনের নাম এবং ছাড়বার স্থান

বিশেষ ট্রেনটির নাম ভারত ‘গৌরব ট্যুরিস্ট ট্রেন’। ট্রেনটি ১৪ই অক্টোবর সকাল ৭:২০টায় জয়পুর থেকে ছাড়বে। যা আজমির, ভিলওয়ারা, চিত্তৌড়গড় হয়ে বিকেল ৪:৫০টায় উদয়পুরে পৌঁছাবে। এটি উদয়পুরে ১০ মিনিটের জন্য বিরতি নেবে। এরপর ৭৮০ জন যাত্রীসহ ট্রেনটি নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে।

Advertisement
Advertisement

ট্রেনের সময়সূচি এবং গন্তব্যস্থান

এটি উদয়পুর থেকে ১৪ই অক্টোবর বিকাল ৪:৫০ মিনিটে ছাড়বে।
১৬ই অক্টোবর রেনিগুন্টা পৌঁছাবে।
১৭ অক্টোবর রেনিগুন্টায় তিরুপতি মন্দির পরিদর্শন করবেন যাত্রীরা।
১৮ই অক্টোবর প্রস্থান করে ১৯শে অক্টোবর রামেশ্বরমের রামনাথ স্বামী মন্দিরে পৌঁছাবেন যাত্রীরা।
২০ই অক্টোবর মাদুরাই জংশনে মীনাক্ষী মন্দিরে পৌঁছাবে ট্রেনটি।
২১শে অক্টোবর কন্যাকুমারীতে পৌঁছাবেন ট্রেনের সমস্ত যাত্রীগণ।
২২শে অক্টোবর মার্কাপুরের উদ্দেশ্যে যাত্রা করে ২৩শে অক্টোবর মার্কাপুরে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের দর্শন করবেন ভ্রমণ প্রেমীরা।
২৪শে অক্টোবর প্রত্যাবর্তন করবে ট্রেনটি।

Related Articles

Back to top button