স্পাইসজেট বিমানসংস্থার এক বিমানচালকের শরীরে করোনা পজিটিভ এসেছে। রবিবার বিমান কর্তৃপক্ষ জানিয়েছেন যে তিনি মার্চ মাসে বিদেশে কোনো বিমান চালাননি। শেষ বিমান চালিয়েছেন মার্চ মাসের ২১ তারিখে চেন্নাই থেকে দিল্লি পর্যন্ত। বর্তমানে আক্রান্ত বিমানচালককে তাঁর বাড়িতে সেলফ-কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ওই ব্যক্তির সাথে যাদের সরাসরি সংস্পর্শ হয়েছে তাদেরকেও ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
স্পাইসজেটের এক আধিকারিক জানিয়েছেন, “আমাদের কাছে কর্মী ও যাত্রীদের অগ্রাধিকার সবচেয়ে উপরে। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে চলেছি।” করোনা আক্রান্ত ওই বিমানচালককে সঠিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া হবে। করোনা ভাইরাস আটকানোর জন্য ভারতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সমস্ত আন্তর্জাতিক ও ডোমেস্টিক বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে।
বর্তমানে ভারতে আক্রান্তের সংখ্যা ১০৫৭ জন। মৃত্যু হয়েছে ২৫ জনের। সারাবিশ্বে আক্রান্ত হয়েছে ১০ লক্ষের ও বেশি। মৃত্যু হয়েছে ৩০ হাজারের বেশি। এরকম পরিস্থিতিতে করোনা সংক্রমণ আটকানোর জন্য সামাজিক দূরত্ব বজায় রাখাই মূল উপায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।