Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিরল রোগে আক্রান্ত শিশু, প্রয়োজন ১৬ কোটি টাকার ইঞ্জেকশন, জীবন বাঁচাতে দিশেহারা পরিবার

Updated :  Saturday, August 30, 2025 8:49 AM

আট মাস বয়সি সাম্যদেব শেরপার জন্য সময়ের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই শুরু হয়েছে। এক মারণ রোগের কবল থেকে শিশুকে মুক্ত করতে প্রয়োজন এমন এক ওষুধ, যার দাম শুনলেই চোখ কপালে ওঠে—১৬ কোটি টাকা! সিউড়ি পুরসভার সাজানোপল্লির শেরপা পরিবারের আট মাসের সন্তান সাম্যকে সম্প্রতি Spinal Muscular Atrophy Type-1 রোগে আক্রান্ত বলে নিশ্চিত করেছেন চিকিৎসকেরা। এই জটিল রোগের চিকিৎসার জন্য একমাত্র ভরসা ‘জিন থেরাপি’। চিকিৎসকেরা স্পষ্ট জানিয়েছেন, শিশুর বয়স দুই বছর পূর্ণ হওয়ার আগেই চিকিৎসা সম্পন্ন করতে হবে। অর্থাৎ হাতে রয়েছে মাত্র এক বছর চার মাস।

পরিবার সূত্রে জানা গিয়েছে, জন্মের পর সুস্থই ছিল সাম্য। ছ’ মাস বয়সে হঠাৎ জ্বর-সর্দি নিয়ে অসুস্থ হয়ে পড়ে। দ্রুত হাসপাতালে ভর্তি করানো হলে রক্ত পরীক্ষার পর জানা যায়, শরীরে বাসা বেঁধেছে ভয়ংকর জটিলতা। চিকিৎসকেরা জানিয়ে দেন, সময়মতো চিকিৎসা না হলে জীবন সংশয় দেখা দিতে পারে।

সাম্যর বাবা সুমন শেরপা একটি বেসরকারি সংস্থায় কর্মরত। চাকরির সূত্রে তিনি বর্তমানে দমদমে থাকেন, সেখানেই স্ত্রী ও সন্তানেরও বসবাস। তবে এই অল্প সময়ের মধ্যে ১৬ কোটি টাকার বিশাল অঙ্ক জোগাড় করার কোনও উপায় খুঁজে পাচ্ছেন না তাঁরা।

বিরল রোগে আক্রান্ত শিশু, প্রয়োজন ১৬ কোটি টাকার ইঞ্জেকশন, জীবন বাঁচাতে দিশেহারা পরিবার

অবসরপ্রাপ্ত রেলকর্মী কালীপদ শেরপা, শিশুর ঠাকুরদা, একরাশ দুঃখ নিয়ে জানিয়েছেন, “আমাদের হাতে সময় নেই। নাতির চিকিৎসার জন্য আমরা অসহায়। যদি সমাজের মানুষ সহমর্মিতা দেখান, তবে হয়তো আমার নাতি নতুন জীবন পাবে।”

এই পরিস্থিতিতে পরিবারটি সমাজের বিভিন্ন স্তরের মানুষ, সংগঠন ও প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। তাঁদের আর্জি—মানুষের সামান্য সহযোগিতায় যদি ১৬ কোটি টাকার বিশাল অঙ্ক জোগাড় করা যায়, তবে হয়তো সাম্য নতুন করে হাসতে পারবে।

বিরল রোগে আক্রান্ত শিশু, প্রয়োজন ১৬ কোটি টাকার ইঞ্জেকশন, জীবন বাঁচাতে দিশেহারা পরিবার