পুরীর রথযাত্রার নিয়ে গ্রিন সিগন্যাল দিল সুপ্রিম কোর্ট। জনসমাগম বাদ দিয়ে যেন রথযাত্রার অনুমতি হয় তাই সুপ্রিম কোর্টের কাছে সোমবার আর্জি জানিয়েছিল কেন্দ্র। আর কেন্দ্রের এই আর্জিতে সবুজ সংকেত দিল সুপ্রিম কোর্ট। তবে বিশেষ শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে জানিয়েছেন, পুরীতেই কেবলমাত্র রথযাত্রার অনুমতি দেওয়া হল। এর পাশাপাশি তিনি এটাও বলেছেন যে ওড়িশার অন্য কোনো জায়গাতে রথযাত্রা করা হবে না।এছাড়া সুপ্রিম কোর্টের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, জনতাশূন্য রথযাত্রা যাতে হয় সেটাও ওড়িশা সরকারকে নিশ্চিত করতে হবে।
রথযাত্রার সাথে বহু মানুষের ভক্তি ও বিশ্বাস জড়িয়ে আছে। যদি আগামীকাল জগন্নাথ দেবের আবির্ভাব না ঘটে তাহলে আগামী ১২ বছর শ্রীক্ষেত্রে প্রভুর দর্শন হবে না। আর যার ফলে ধর্মীয় রীতিতে আঘাত হতে পারে, এমনটাই বলেছেন কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহেতা। কেন্দ্র তাই মানুষের ভক্তি ও আবেগের কথা মাথায় রেখে জনতাশূন্য রথযাত্রা করার অনুমতি চেয়েছে। অবশেষে সেই অনুমতি মিলেছে। জনতাশূন্য হলেও রাস্তায় নামবে জগন্নাথ দেবের রথ।
সুপ্রিম কোর্ট এটাও জানিয়েছে, মন্দিরের সমস্ত পান্ডা এবং সেবায়েতদের করোনা পরীক্ষা করতে হবে। যাঁদের রিপোর্ট নেগেটিভ আসবে তাঁরাই রথযাত্রায় উপস্থিত থাকতে পারবেন। সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই পুজো করতে হবে। কিন্তু কোনো সাধারণ মানুষ উপস্থিত থাকতে পারবেন না। প্রয়োজনে কারফিউ জারি হতে পারে। ভক্তরা টিভিতেই দেখতে পারবেন এবারের রথযাত্রা। অনুমতি মেলাতে খুশি হয়েছে ওড়িশাবাসী। এতদিনের রীতিতে ছেদ পড়বে না বলে ভক্তরা শান্তির নিঃশ্বাস ফেলছেন। অবশেষে মুখ তুলে চাইলেন প্রভু জগন্নাথ।