আন্তর্জাতিকনিউজ

ফাইজারের পর এবার ‘স্পুটনিক’ ভি’, আগামী সপ্তাহ থেকেই দেশের জনসাধারণকে ভ্যাকসিন দেওয়ার নির্দেশ পুতিনের

Advertisement

রাশিয়া: বিশ্বে যখন করোনা মহামারীর থাবা অব্যাহত, তখন বিশ্ববাসীর মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। কবে মিলবে ভ্যাকসিন? সেই প্রশ্নের উত্তর দিতে পেরেছে ব্রিটেন। কারণ, আগামী সপ্তাহ থেকে ব্রিটেনের নাগরিকদের ভ্যাকসিন দেওয়ার জন্য ইতিমধ্যেই ছাড়পত্র পেয়ে গিয়েছে ফাইজার। আর এবার একই ঘোষণা করল রাশিয়া। ফাইজারের মত আগামী সপ্তাহ থেকে রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি রাশিয়ার জনসাধারণকে দেওয়ার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।

ইতিমধ্যেই রাশিয়া ২০ লাখ স্পুটনিক ভি করোনা ভ্যাকসিন তৈরি করে ফেলেছে। তাই বুধবার ফাইজারকে ছাড়পত্র দেওয়ার কথা যখন ব্রিটেন সরকার ঘোষণা করল, তার কিছুক্ষণ পরেই একই ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট। রাশিয়ার স্বাস্থ্যকর্মীদের নির্দেশ দিয়ে পুতিন বলেন, ‘আগামী সপ্তাহের শেষ দিক থেকে যাতে আমরা জনসাধারণকে স্পুটনিক ভি ভ্যাকসিন দিতে পারি, সেই ব্যবস্থা করুন।’

ভারতীয় মুদ্রায় এই স্পুটনিক ভি ভ্যাকসিনের একটি ডোজের মূল্য ৭৪০ টাকা হলেও রাশিয়ায় এই ভ্যাকসিনের দুটি ডোজই প্রত্যেককে বিনামূল্যে দেওয়া হবে। আগামী বছরের জানুয়ারি থেকে আন্তর্জাতিক বাজারে এই ভ্যাকসিন পাওয়া যাবে বলেও জানিয়েছেন পুতিন। ভারতে ইতিমধ্যেই এই ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়েছে। এমনকি এ দেশে এই ভ্যাকসিন উৎপাদন করা হবে বলে জানিয়েছে রাশিয়া। এখন একই সময়ে দুটি ভ্যাকসিন জনসাধারণের ওপর প্রয়োগ করার ফলে কোনটি বেশি কাজ করে, সেটাই দেখার।

Related Articles

Back to top button