Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Srabanti Chatterjee: ডিপনেক ব্লাউজ, কালো ট্রান্সপারেন্ট শাড়িতে অভিনেত্রী শ্রাবন্তী, দেখেই চোখ ধাঁধিয়েছে ভক্তদের

Updated :  Friday, August 12, 2022 6:56 AM

শ্রাবন্তী চ্যাটার্জী টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী। কারণে-অকারণে নেটদুনিয়ায় কিংবা মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই কারোরই। তবে নিজের ব্যক্তিগত জীবনের রেশ কখনোই নিজের কাজের উপর পড়তে দেয়নি তিনি। তবে বর্তমান সময়ে কাজের ফাঁকে ফাঁকে ঘুরতে বেরিয়ে পড়েন অভিনেত্রী। একান্তে সময় কাটান নিজের কাছের মানুষদের সাথে, যার ঝলক মেলে তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই। প্রায়ই নিজের সেইসমস্ত ছবি কিংবা ভিডিওর জন্য চর্চিত হন শ্রাবন্তী। সম্প্রতি নিজের সম্প্রতিক লুকের সূত্র ধরেই চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী।

সম্প্রতি যে ছবির সূত্র ধরে আপাতত নেটনাগরিকদের মাঝে চর্চায় অভিনেত্রী সেখানে ডিপনেক, ট্রান্সপারেন্ট চকচকে কালো ডিজাইনার শাড়িতে দেখা মিলেছে অভিনেত্রীর, যা তার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে অনেকখানি। সাজ পূরণের জন্য নুড মেকাপের পাশাপাশি গলায় ভারী পাথর সেটিং করা অলংকার পরেছিলেন তিনি। খোলা চুলে হাতে পরেছিলেন মানানসই ব্রেসলেটও। তার চোখে-মুখে ছিল আবেদনের ছাপ স্পষ্ট। সম্প্রতি এই সাজেই বোল্ড ফটোশুট করেছেন শ্রাবন্তী চ্যাটার্জী, যা রীতিমত ঘুম উড়িয়েছে তার অগণিত পুরুষ ভক্তদের।

সম্প্রতি এই সাজে নিজের একাধিক ছবি দফায় দফায় শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। শেয়ার হওয়া মাত্রই নেটমাধ্যমে সেই ছবি ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। উল্লেখ্য ‘ডিভিশন ক্রিয়েশন’ ব্র্যান্ডের হয়ে অলংকারের জন্য ফটোশুট করেছেন অভিনেত্রী। তার ছবির বিশ্লেষণ থেকেই জানা গিয়েছে, রুদ্র সাহাই তার এই মোহময়ী লুক সেট করেছে। এই বোল্ড ফটোশুটের জন্য তার মেকাপ করেছেন প্রিয়াঙ্কা পাল। ফটোগ্রাফিতে ছিলেন প্রিয়ম বক্সি। পাশাপাশি ভিডিওগ্রাফিতে ছিলেন সায়ন কুন্ডু। অভিনেত্রীর ভাইরাল হওয়া ভিডিওতে তাকে দেখে মুগ্ধ তার অগণিত ভক্তমহল। তার সেই চির পরিচিত মনকাড়া হাসি আবারো নজর কেড়েছে নেটনাগরিকদের। রইল সেই ভিডিও।