Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Srabanti Chatterjee: সুন্দর বন্ধু খুঁজে পেলেন শ্রাবন্তী, ভালোবাসা শিকল দিয়ে বেঁধে রাখতে নেই, মন্তব্য নেটিজেনের

Updated :  Tuesday, January 18, 2022 8:57 AM

টলি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী এবং ভাইরাল শব্দটি যেনো সমার্থক। ইন্টারনেট দুনিয়াতে তিনি কিছু পোস্ট করলেই তা নিয়ে মুহূর্তের মধ্যে চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে এবং বেশিরভাগ পোস্ট ভাইরাল তালিকায় নাম লেখায়। সংবাদমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার শিরোনামে থাকেন এই টলি অভিনেত্রী। তবে সম্প্রতি অভিনেত্রীর যে ছবি ভাইরাল হয়েছে, তাতে বড়সড় বিতর্কে জড়িয়েছেন শ্রাবন্তী। বলা যেতে পারে, টলি সুন্দরীর থেকে সমালোচনা যেন পিছু ছাড়ে না। ব্যক্তিগত জীবন হোক কি রাজনৈতিক জীবন সবেতেই বিতর্কের কেন্দ্রবিন্দু এসে ইন্টারনেট দুনিয়াতে ভাইরাল হন অভিনেত্রী।

সম্প্রতি শ্রাবন্তী চ্যাটার্জী তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে নেটিজেনদের রোষের মুখে পড়েছেন। কি হয়েছিল আসলে? জানা গিয়েছে, টলি সুন্দরী সম্প্রতি একটি ছোট্ট বেজির সঙ্গে ছবি পোস্ট করেন। ছবিতে দেখা গিয়েছে, বেজি শাবকটিকে একটি বিরাট চেন দিয়ে বাঁধা রয়েছে। শ্রাবন্তী সেই ছবি পোস্ট করে ক্যাপশন দিয়ে লিখেছেন, “হঠাৎ করেই দেখা হল ছোট্ট মিষ্টি বন্ধুর সাথে।” এছাড়া তিনি হ্যাশট্যাগ ব্যবহার করে লিখেছেন কিউটিপাই, লাভ অ্যানিম্যালস ইত্যাদি। এই পোস্ট করার সঙ্গে সঙ্গে তা নেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে যায়।

আসলে অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্ট দেখে বেজায় চটেছেন পশুপ্রেমীরা। ছোট্ট বেজিটিকে শিকল দিয়ে বেঁধে রাখা অসন্তুষ্ট করেছে নেটিজেনদের। অনেকেই কমেন্ট করে প্রশ্ন ছুঁড়ে বলেছেন, “এটা কি ধরনের পশু প্রেম?”, তো কেউ আবার বলেছেন, “বুঝতে পারছেন না একটুখানি বাচ্চার গলায় এত বড় চেন কেউ লাগায়? বুদ্ধি নেই নাকি ….সিরিয়াসলি!”। অনেকে আবার লাভ অ্যানিম্যালস হ্যাশট্যাগ ব্যবহার নিয়ে বিদ্রুপ করেছেন। কেউ কেউ তো PETA অফিশিয়াল হ্যান্ডেলকে ট্যাগ করে শ্রাবন্তীর বিরুদ্ধে নালিশ করেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে শ্রাবন্তী মেকাপ করে মাথায় সিঁদুর, খোলা চুল নিয়ে ওই চেন দিয়ে বাঁধা বেজির বাচ্চাটিকে হাতে ধরে আছে। মনে করা হচ্ছে কোনো শুটিং লোকেশনে এই ছবি তুলেছেন অভিনেত্রী। তবে বিতর্ক প্রসঙ্গে এখনো অব্দি অভিনেত্রীর পক্ষ থেকে অফিশিয়ালি কিছু জানানো হয়নি। তবে টলি নায়িকার এমন ছবি নেটিজেনদের যে একেবারেই পছন্দ হয়নি, তা বলার অপেক্ষা রাখে না।