Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ছেলের সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক, নয়া মোড় অভিনেত্রীর জীবনে

Updated :  Monday, June 26, 2023 12:28 PM

নতুন বাংলা ছবি আসছে টলিপাড়ায়। ‘বাবুসোনা’র সূত্র ধরেই টলিউড পাচ্ছে নতুন জুটি। এই প্রথম বড়পর্দায় শ্রাবন্তীর বিপরীতে দেখা যাবে পর্দার সত্যজিৎকে। এই নতুন জুটিকে নিয়ে আশাবাদী দর্শকদের পাশাপাশি ছবির কলাকুশলীরাও। শ্রবন্তী-জিতুর পাশাপাশি ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রজতাভ দত্তকেও। এই মুহূর্তে সেই ছবি নিয়েই সরগরম মিডিয়ামহল।

নতুন প্রজন্মের সাথে পুরনো প্রজন্মের মতের অমিল নিয়েই এগোবে গল্প। ছবিতে বাবা-ছেলের ভূমিকায় অভিনয় করবেন রসিকলাল অর্থাৎ রজতাভ দত্ত ও উপল অর্থাৎ জিতু কমলের। এখানে জিতুর প্রেমিকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শ্রাবন্তী চ্যাটার্জীকে। ছবিতে তার চরিত্রের নাম সায়নী। গল্প অনুযায়ী, সায়নী ও উপল কাজের সূত্রে বিদেশে থাকেন, করেন লিভইনও। আর সেই নিয়েই রসিকলালের সাথে বিবাদ ঘটে উপলের।

কাজের সূত্রে বিদেশে থাকতে গিয়ে একে অপরের কাছাকাছি আসে উপল-সায়নী। সেই সূত্রেই একসাথে থাকা শুরু করেছিল তারা। তাদের এই একসাথে থাকার কথা জানার পর থেকেই রশিকলালের সাথে মতের অমিল ঘটতে শুরু করে উপলের। আর সেই কারণবশতই বাবার সাথে ছেলের সম্পর্কে আসতে থাকে দূরত্ব। আর সেই দূরত্ব কিভাবে কমাবে উপল! আর তাতে সায়নী অর্থাৎ শ্রাবন্তী ঠিক কতটা ভূমিকা নেবে? সেকথা জানতে অপেক্ষা করতে হবে আরো কিছুটা। জুলাই মাস থেকেই শুরু হতে চলেছে এই ছবির শুটিং। আগামী ৬’ই জুলাই ছবির গোটা টিম পাড়ি দিচ্ছে বিদেশে।