Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Srabanti: হাঁপিয়ে গেলেও থামাচ্ছেন না শরীরচর্চা, তবে কি চতুর্থ বিয়ের প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী? কটাক্ষের তীরে বিদ্ধ শ্রাবন্তী

Updated :  Friday, September 16, 2022 4:00 PM

শ্রাবন্তী চ্যাটার্জী টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী। কারণে-অকারণে নেটদুনিয়ায় কিংবা মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই কারোরই। তবে নিজের ব্যক্তিগত জীবনের রেশ কখনোই নিজের কাজের উপর পড়তে দেয়নি তিনি। তবে বর্তমান সময়ে কাজের ফাঁকে ফাঁকে ঘুরতে বেরিয়ে পড়েন অভিনেত্রী। একান্তে সময় কাটান নিজের কাছের মানুষদের সাথে, যার ঝলক মেলে তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই। প্রায়ই নিজের সেইসমস্ত ছবি কিংবা ভিডিওর জন্য চর্চিত হন শ্রাবন্তী।

প্রায় একাধিক সময় একাধিক জায়গায় বডি শেমিং নিয়ে বিভিন্ন ধরনের কটাক্ষ জনক মন্তব্য শুনতে হয় অভিনেত্রীকে। অবশ্য তিনি সেইসব মন্তব্যে কান না দিলেও তার অভিনীত সাম্প্রতিক ছবি ‘অচেনা উত্তম’এ অভিনয়ের জন্যই কিছুটা মোটা হতে হয়েছিল তাকে। গত জুলাই মাসেই মুক্তি পেয়েছে এই ছবি। ছবিতে মহানায়ক উত্তম কুমারের স্ত্রী গৌরী দেবীর ভূমিকায় ছিলেন শ্রাবন্তী। তবে তারপর থেকেই আবারো জিমে গিয়ে ফিট থাকার জন্য কসরত শুরু করে দিয়েছেন। কয়েকদিন আগেও তার শরীর চর্চার একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছিল। সম্প্রতি আবারো অভিনেত্রীর জিমে ঘাম ঝরানোর আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই ভিডিও নেটনাগরিকদের একাংশের চোখে পড়তেই একাধিক কটাক্ষজনক মন্তব্যের তীরে বিদ্ধ হয়েছেন শ্রাবন্তী।

তার এই ভিডিও দেখার পর থেকেই একাংশের মতে, অভিনেত্রী ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সাথে চতুর্থবার বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আবার কারোর কথায়, পুজোর কথা মাথায় রেখেই শরীরচর্চায় মন দিয়েছেন তিনি। অভিরূপের সাথে অভিনেত্রীর বন্ধুত্ব টলিউডের ওপেন সিক্রেট। কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে বেশ আক্ষেপের সুরেই অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছিল অভিরূপ একেবারেই নিজের ফিটনেস নিয়ে সচেতন নন। উল্লেখ্য, অভিনেত্রীর নিজস্ব জিমও রয়েছে। ঘটা করে তার উদ্বোধনও করেছিলেন তিনি।

তবে এখনো তৃতীয় স্বামী রোশানের সাথে আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়নি শ্রাবন্তীর। আদালতে মামলা জারি রয়েছে এখনো। আর একথা অবশ্য অজানা নয় কারোরই। এর মধ্যেই অভিরূপের সাথে চতুর্থ বিয়ে নিয়ে আবারো নেটদুনিয়ায় চর্চায় উঠে এলেও কোন প্রতিক্রিয়া দেননি তিনি।

কয়েকদিন আগে নিজের দিদির ছেলের একবছরের জন্মদিনের অনুষ্ঠানে হাজির হয়েও নেটমাধ্যমে নেটজনতার একাংশের কাছ থেকে একাধিক মন্তব্য শুনতে হয়েছিল তাকে। তবে কোনদিনই এই সমস্ত বিষয়কে পাত্তা দিতে রাজি নন শ্রাবন্তী। কারণ তার যেকোনো কিছুই চর্চার বিষয়বস্তু হয়ে ওঠে একাংশের মাঝে। কারণে অকারণে ট্রোল হতে হয় তাকে। আর সেই কারণবশতই এই সমস্ত বিষয়কে এড়িয়েই চলেন শ্রাবন্তী।