Srabanti Chatterjee: সাদা শার্টের বোতাম খোলা, দুষ্টু-মিষ্টি নায়িকার ছবি ঘিরে উত্তাল নেটপাড়া

টলি পাড়ার অন্যতম চর্চিত ও সুন্দরী অভিনেত্রী হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee). সোশ্যাল মিডিয়া থেকে মানুষের মুখে মুখে, তাকে নিয়ে চর্চার শেষ নেই। ব্যাক্তিগত জীবন থেকে স্টাইল সবটাই থাকে লাইম…

Avatar

টলি পাড়ার অন্যতম চর্চিত ও সুন্দরী অভিনেত্রী হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee). সোশ্যাল মিডিয়া থেকে মানুষের মুখে মুখে, তাকে নিয়ে চর্চার শেষ নেই। ব্যাক্তিগত জীবন থেকে স্টাইল সবটাই থাকে লাইম লাইটের কেন্দ্রবিন্দুতে। তিনি কি পড়লেন, কোথায় গেলেন, কার সঙ্গে গেলেন,কতবার প্রেম করছেন সবটাই থাকে চর্চায়।

সম্প্রতি, শ্রাবন্তীর পোস্ট করা কয়েকটি ছবি নিয়ে নেট জনতা শোরগোল তৈরি করেছে। ছবিটিতে দেখা যাচ্ছে, অভিনেত্রী শ্রাবন্তীএকটি দুধ সাদা বিছানায় দুধ সাদা শার্ট পড়েছেন। তাঁর কাঁধ চুয়ে ঝড়ে পড়ছে যৌবন, সাদা শার্টের উপরের দিকের বোতাম খোলা, একটা কাঁধ খোলা। অভিনেত্রীর এমন ছবি দেখে গরম নেট পাড়া। ছবিটি পোস্ট করে শ্রাবন্তী লেখেন, ‘একসময় আমি স্নো-হোয়াইট ছিলাম, কিন্তু এখন আমি পাল্টে গিয়েছি

Srabanti Chatterjee: সাদা শার্টের বোতাম খোলা, দুষ্টু-মিষ্টি নায়িকার ছবি ঘিরে উত্তাল নেটপাড়া

এমনিতেই শ্রাবন্তী সুন্দরীর নায়িকাদের মধ্যে অন্যতম। ইন্ডিয়ান থেকে ওয়েস্টার্ন সমস্ত ড্রেসে সাবলীল। কখনো ঝড় তোলেন ব্রাইডাল লুকে তো কখনো ওয়েস্টার হট ফটোশ্যুটে। শ্রাবন্তীর পোস্ট করা ছবি নিয়ে যেমন ভক্তরা প্রশংসা করেন তেমনই কেউ কেউ নেগেটিভ কমেন্টে শোরগোল ফেলে দেন। সদ্য প্রকাশ পাওয়া ছবি নিয়ে কেউ কেউ তাকে সানি লিওন এর সঙ্গে তুলনা করেছেন, এই যেমন, ছবি দেখে কমেন্ট বক্সে কেউ লিখেছেন – সানি লিওন পার্ট ২ ৷

টলিউডে শ্রাবন্তী আর সমালোচনা সমার্থক শব্দ। তাকে নিয়ে চর্চা চলতেই থাকে, যদিও অভিনেত্রী এসবে একেবারে পাত্তা দেন না। নিজের ইচ্ছাকে বারবার গুরুত্ব দিয়ে কেরিয়ারে যেমন এগিয়ে চলেছেন তেমনই ব্যাক্তিগত জীবনে। উল্লেখ্য, এখন তাকে দেখা যাচ্ছে ডান্স বাংলা ডান্সের বিচারক হিসাবে, পাশাপাশি শ্রাবন্তীকে দেবী চৌধুরানী রূপে দেখতে পাওয়া যেতে পারে প্রসেনজিৎ এর বিপরীতে।