Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নির্বাচনে হারের দুঃখ ভুলে ছেলে এবং হবু বউমার সঙ্গে সময় কাটাচ্ছেন শ্রাবন্তী

শ্রাবন্তির ব্যক্তিগত জীবন মানেই সোশ্যাল মিডিয়াতে বিতর্কের ঝড়। তিনটি বিবাহ ভেঙে যাবার পরে আবার বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে লড়াই। উল্টোদিকে প্রতিপক্ষ অত্যন্ত শক্তিশালী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু বিধানসভায় ভালো ফল…

Avatar

By

শ্রাবন্তির ব্যক্তিগত জীবন মানেই সোশ্যাল মিডিয়াতে বিতর্কের ঝড়। তিনটি বিবাহ ভেঙে যাবার পরে আবার বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে লড়াই। উল্টোদিকে প্রতিপক্ষ অত্যন্ত শক্তিশালী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু বিধানসভায় ভালো ফল আর হল কই। বিশাল একটি ব্যবধানে হেরে বর্তমানে বিজেপির অন্দরের বেশ কিছু নেতার বিরাগভাজন হয়ে পড়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

অন্যদিকে বিতর্ক তার ব্যক্তিগত জীবন নিয়ে। রওশনের সঙ্গে এখন তিনি আলাদা থাকছেন। রওশন নিজের জীবনে শ্রাবন্তীকে ভুলে গিয়ে এগিয়ে চলেছেন। গত বছর অক্টোবর মাস থেকে আলাদা থাকলেও এখনও পর্যন্ত কেউ ডিভোর্স নেন নি। কিন্তু মমতার ঘনিষ্ঠ এই অভিনেত্রী বিজেপির ক্ষেত্রে একটি তুরুপের তাস হয়ে নির্বাচনে লড়াই করার কথা ঘোষণা করেন। পার্থ চট্টোপাধ্যায় এর কাছে প্রায় হাফ লাখ ভোটে হেরে প্রচন্ড বিপাকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কিন্তু নির্বাচনে হার নিয়ে সেভাবে মুখ খুলতে দেখা গেলোনা তাকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বরং তিনি মমতাকে দিদি বলে সম্মোধন করে জয়ের শুভেচ্ছা জানিয়েছেন এমনকি তথাগত রায় এর নগরের নটি বিতরকের কড়া জবাব দিয়েছেন। কিন্তু এত বিতরকের পরেও এবারে শ্রাবন্তীকে দেখা গেল তার পুত্র অভিমন্যু এবং তার পুত্রবধু দামিনী ঘোষের সাথে একান্তে সময় কাটাতে।

নির্বাচনে হারের দুঃখ ভুলে ছেলে এবং হবু বউমার সঙ্গে সময় কাটাচ্ছেন শ্রাবন্তী

বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রাবন্তী পুত্র ইনস্টাগ্রামে মা এবং তার প্রেমিকার সঙ্গে একটি ছবি আপলোড করেন যেখানে শ্রাবন্তী একটি ফ্লোরাল প্রিন্টের ড্রেস পরে রয়েছেন। অন্যদিকে দামিনী ঘোষ করে রয়েছেন একটি কালো রঙের গ্লিটার ড্রেস। তার পাশাপাশি অভিমন্যু পরে রয়েছে ক্যাজুয়াল জিন্স আর সাদা টি-শার্ট। তার সঙ্গে আছে একটি কালো জ্যাকেট। প্রশ্ন উঠছে, হারের দুঃখ ভুলতে কি তাহলে ছেলের সহায় হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়?

About Author