টলিটাউনের অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ( Srabanti chatterjee) পয়লা মার্চ বিকালে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও কৈলাশ বিজয়বর্গীয়(Kailas vijaybargiya)-র উপস্থিতিতে হাতে তুলে নিয়েছেন বিজেপির পতাকা। শ্রাবন্তীর হঠাৎই গেরুয়া শিবিরে যোগ দেওয়া সবাইকে অবাক করেছে। এমনিতেও দেখা যাচ্ছে, যেসব অভিনেতা-অভিনেত্রীদের হাতে কাজ নেই তাঁরা রাজনীতির আঙিনায় নাম লেখাচ্ছেন। তবে শ্রাবন্তীর স্বামী রোশন (Roshan singh) শ্রাবন্তীর রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে অবাক হয়েও অবাক না হওয়ার ভান করেছেন। আফটার অল, তিনি তো নায়িকা শ্রাবন্তীর প্রাক্তন স্বামী। তাই স্টারডম না হোক, ছোটখাট সেলিব্রিটি তো বটে! তাই কিছুদিন আগেই ‘‘মেয়েরা পুরুষদের স্ট্র্যাটেজি হিসাবে ব্যবহার করে” বলা রোশন সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তীকে শুভেচ্ছা জানিয়েছিলেন।
বিধানসভা ভোটের রেজাল্টের কয়েকদিন মাত্র বাকি থাকতেই শ্রাবন্তী নেমে পড়েছেন জনসেবা করতে। তাঁর ধারণা বেহালায় তাঁর কেন্দ্র থেকে তিনিই জিতবেন। তাই আগেভাগেই একটি সাক্ষাৎকারে শ্রাবন্তী বলে রেখেছেন, তিনি জিতেও যদি মানুষের জন্য কাজ না করতে পারেন, তাহলে সেটাই হবে প্রকৃত হেরে যাওয়া। শ্রাবন্তী জনগণের কাছে কাজ করার সুযোগ চেয়েছিলেন। কিন্তু 2 রা মে জনগণ সুযোগ দেওয়ার আগেই শ্রাবন্তী দুটি কোভিড হেল্পলাইন নম্বর চালু করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। কোনো প্রয়োজন হলে ওই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে শ্রাবন্তী বা অন্যান্য দলীয় সদস্যদের সাথে যোগাযোগ করা যাবে বলে জানিয়েছেন অভিনেত্রী।
কিন্তু আপাতত শ্রাবন্তীর জীবনের চিত্রনাট্যে আগমন ঘটেছে তাঁর নতুন প্রেমিকের। বাইপাসের ধারে শ্রাবন্তী যে আবাসনে থাকেন, সেই আবাসনের বাসিন্দা শ্রাবন্তীর প্রেমিক অভিরূপ নাগ চৌধুরী (Abhirup nag chowdhury)। অভিরূপ ‘রয়্যাল বেকার্স অ্যান্ড কনফেকশনার্স’-এর মালিক। এছাড়াও তিনি তিনটি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন। অভিরূপ ফেসবুক ও ইন্সটাগ্রাম প্রোফাইল লক করে রেখেছেন। তবে শ্রাবন্তীকে ইন্সটাগ্রামে ফলো করেন তিনি। 31 বছর বয়সী অভিরূপের সঙ্গে শ্রাবন্তীর সম্পর্কের একমাস পূর্ণ হয়েছে। 31শে মার্চ সম্পর্কের একমাস উদযাপন উপলক্ষ্যে পার্টিও করেছেন অভিরূপ ও শ্রাবন্তী। অভিরূপ রীতিমত পার্টি করতে ভালোবাসেন। শহরের বড় বড় পার্টিতে তাঁকে দেখা যায়।