Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রোশনকে ভুলে নতুনভাবে সময় কাটাচ্ছেন অভিনেত্রী শ্রাবন্তী

Updated :  Monday, December 14, 2020 6:52 PM

টলিটাউনে এই মুহূর্তে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও তাঁর স্বামী রোশনের বিয়ের ভাঙন নিয়ে যথেষ্ট আলোচনা চলছে। একজন নায়িকার স্বামী থেকে ‘আম আদমি’ তে ডিমোশন রোশনেরও সহ্য হচ্ছে না। তিনি শ্রাবন্তীকে পরোক্ষভাবে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করার নিত্যনতুন উপায় উদ্ভাবন করে সময় কাটাচ্ছেন। কিন্তু শ্রাবন্তী এইসব আলোচনায় কান না দিয়ে নিজের জিম ‘দি ফিটনেস এম্পায়ার’ নিয়ে ব্যস্ত রয়েছেন। শ্রাবন্তী ইন্সটাগ্রামের মাধ্যমে ‘দি ফিটনেস এম্পায়ার’-এর প্রোমোশন শুরু করেছেন। সম্প্রতি ‘দি ফিটনেস এম্পায়ার’ অপূর্ব সুন্দর ইনডোরে দাঁড়িয়ে ফটো তুলে শ্রাবন্তী পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। ফটোতে দেখা যাচ্ছে জিমের ইন্টিরিয়রটি সত্যি সুন্দর এবং যথেষ্ট আরামদায়ক। জিমে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ফিটনেস ইন্সট্রুমেন্টস। শ্রাবন্তী ফটোটি পোস্ট করে জানিয়েছেন, ‘দি ফিটনেস এম্পায়ার’ তাঁর জীবনের অন্যতম ইতিবাচক দিক। এর আগেও তিনি ‘দি ফিটনেস এম্পায়ার’কে তাঁর দ্বিতীয় সন্তান বলেছিলেন। শ্রাবন্তী জানিয়েছেন, এই প্রথম নিজের চেষ্টায় একটি প্রজেক্ট করতে পেরে তাঁর যথেষ্ট ভালো লাগছে। মা-কে আগাগোড়াই সমর্থন করে চলেছেন শ্রাবন্তীর ছেলে অভিমন্যু। শ্রাবন্তী এই ফটোটি পোস্ট করতেই হুহু করে তা ভাইরাল হয়ে যায়।

30 শে নভেম্বর থেকে স্টার জলসায় শুরু হয়েছে জনপ্রিয় গেম শো ‘সুপারস্টার পরিবার সিজন 2’। এই শো-টি সঞ্চালনা করছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এর আগেও এই শো-টির সিজন-1 -এও সিঁথিতে সিঁদুর, মুখে মিষ্টি হাসি ও সম্পূর্ণ বাঙালি লুকে দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছিলেন শ্রাবন্তী। তাঁর সুন্দর উপস্থিতি ও সঞ্চালনার কারণে শোয়ের টিআরপি যথেষ্ট বেশী ছিল। ফলে শোয়ের দ্বিতীয় সিজন-এও চ্যানেল কর্তৃপক্ষের মূল পছন্দ ছিলেন শ্রাবন্তী। এছাড়া সম্প্রতি মুক্তি পেয়েছে শ্রাবন্তী চ্যাটার্জি ও শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত ফিল্ম ‘ছবিয়াল’। ফিল্মটি পরিচালনা করেছেন মানস বসু। এই ফিল্মে শ্রাবন্তীর অভিনয় প্রশংসিত হয়েছে।

কিছুদিন আগেই শ্রাবন্তী ইন্সটাগ্রামে একটি বিশেষ পোস্ট করে লিখেছিলেন, তাঁকে ভাঙার ক্ষমতা কারো নেই। বরং তিনি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন। শ্রাবন্তীর এই পোস্টটি যথেষ্ট ভাইরাল হয়েছিল। নেটিজেনদের একাংশ কৌতূহল প্রকাশ করেছিলেন শ্রাবন্তীর এই পোস্ট নিয়ে। প্রকৃতপক্ষে, এই পোস্টটি ছিল শ্রাবন্তীর কেরিয়ারের ইঙ্গিতবাহী পোস্ট। কারণ এই পোস্টের পরই ঘোষণা হয় ‘সুপারস্টার পরিবার সিজন-2’-এর। এই মুহূর্তে নতুন ফিল্মের শুটিং , গেম শো এবং ‘দি ফিটনেস এম্পায়ার’ নিয়ে তুমুল ব্যস্ত রয়েছেন শ্রাবন্তী। এবার অনায়াসেই বোঝা যাচ্ছে, টলিউড ইন্ডাস্ট্রি একজন এন্টারটেইনার উদ্যোগপতি শ্রাবন্তী চ্যাটার্জির উত্থান দেখতে চলেছে। শ্রাবন্তী আরও একবার বার্তা দিলেন, তিনি সত্যিকারের সুপারস্টার।