Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

যে বেশি টাকা দেবে তাদের হয়ে প্রচার করবেন, মহিমা, আমিশাদের বাংলায় প্রচারকে কটাক্ষ শ্রীলেখার

Updated :  Wednesday, April 21, 2021 10:51 AM

বাংলা নির্বাচনে একাধিক তারকা প্রার্থী লাগাতার প্রচার করে চলেছেন তার দলের জন্য। অন্যদিকে আবার প্রত্যেক দলের একাধিক তারকা মুখ আছে যারা দলের হয়ে প্রচার করছে। বিজেপিতে আছেন মিঠুন চক্রবর্তী, তৃণমূলের হয়ে প্রচার করতে এসেছেন জয়া বচ্চন। পাশাপাশি গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে সবুজ এবং গেরুয়া দুটি দলে দাপট অব্যাহত।

তবে শুধুমাত্র জয়া বচ্চন এবং মিঠুন চক্রবর্তী তেই ব্যাপারটা সীমিত নেই। এবারে বাংলার প্রচারের জন্য চলে এলেন ২ বলি তারকা মহিমা চৌধুরী এবং আমিশা প্যাটেল। তারা দুজনে রাজনৈতিক দলের প্রচার করতে চলেছেন। কিছুদিন আগে তৃণমূল প্রার্থী মদন মিত্রের জন্য কামারহাটি দিয়ে প্রচার করতে গিয়েছিলেন মহিমা চৌধুরী। সপ্তাহের ব্যবধানে তাকে দেখা গিয়েছিল আবার বিজেপি প্রার্থী সব্যসাচী দত্তর হয়ে গলা ফাটাতে। অন্যদিকে আমিশা প্যাটেল তৃণমূল কংগ্রেসের জন্য প্রচার করতে এসেছেন বাংলায়। এবারে, কট্টর বামপন্থী অভিনেত্রী শ্রীলেখা মিত্র এই তিনজনের বাংলা আসাকে কটাক্ষ করে এক হাত নিলেন।

শ্রীলেখা মিত্র শারীরিক অসুস্থতা নিয়েও বামপন্থীদের জন্য একের পর এক মঞ্চে প্রচার চালিয়ে যাচ্ছেন। তৃণমূল এবং বিজেপি কাউকেই তিনি ছেড়ে কথা বলছেন না। তবে শ্রীলেখা মিত্রের কাছে অবশ্য তৃণমূল এবং বিজেপি একসাথে বিজেমূল। আমিশা প্যাটেল এবং মহিমা চৌধুরীর মতো বলিউড অভিনেত্রীদের ভোট প্রচারে অত্যন্ত ক্ষুব্ধ শ্রীলেখা। শ্রীলেখা বলছেন, “নিন পরিবর্তন দেখুন। বাংলা তারকার মানুষের জন্য কাজ করছে। আর একটা দল আছে যারা রাজনীতি বোঝে না বলে সূক্ষ্মভাবে এড়িয়ে যায়। অনেক দল আবার #NoVoteToBJP ক্যাম্পেইন চালিয়ে আকারে-ইঙ্গিতে তৃণমূলকে ভোট দেবার কথা বলে। আর এবারে মহিমা এবং আমিশা এসেছেন প্রচার করতে। এনাদের কাছে যাহা বাহান্ন তাহাই তিপ্পান্ন। যে বেশি টাকা দেবে, তারা তাদের হয়েই প্রচার করবেন।” শেষে তার প্রশ্ন, “মানুষকে এত বোকা?”