Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

টিকালো নাক আর কাঁচা পাকা চুল, ইন্দিরা সাজে ন্যায়ের পথে শ্রীলেখা মিত্র

Updated :  Saturday, July 10, 2021 4:23 PM

‘চমক’ এই শব্দটা এখন ওতোপ্রোতো ভাবে জড়িয়ে গিয়েছে টলিউডের এই খ্যাতানামা অভিনেত্রীর সাথে। নিত্যদিনই কোনো না কোনো চমক দিচ্ছেন এই অভিনেত্রী। হ্যাঁ অভিনেত্রী শ্রীলেখা মিত্রের কথাই বলছি। কখনো সাদা কালোর রাংতায় মোড়া বোল্ড ফটোশুটে চমক দিচ্ছেন তো কখনও রাজনীতিতে বিরোধী পক্ষকে কোনো কিছুর তোয়াক্কা না করে কড়া ভাষায় প্রতিবাদ জানাচ্ছেন। তবে এবার এসব নয়, বরং নতুন এক ছবির লুক শেয়ার করে অভিনেত্রী শ্রীলেখা। আর এই ছবি দিয়ে শনিবার সকালটা এক্কেবারে সবাইকে যেন চমকে দিলেন।

নিজের সোশ্যাল মিডিয়ার পেজে নতুন ছবি শেয়ার করলেন। আর তাতেই দেখা যাচ্ছে, সাদা সরু নীল পাড় শাড়ি আর কাঁচা-পাকা বক কাট চুল, টিকালো নাক, চোখে চশমা আর বাঁ হাতে ঘড়ি। ইন্দিরা গান্ধী আর বাংলার মুখ্যমন্ত্রীর দুই সভানেত্রীর আদলে এই চেহারা। তবে অভিনেত্রীর এই বিশেষ মেক অভারের রহস্য কি? নিজেই এই রহস্যের উন্মোচন করলেন সাহসী শ্রীলেখা মিত্র। তাঁর আসন্ন হিন্দি ছবি ‘ন্যায় জাজমেন্ট ডে’ র একটি প্রতিকী রুপ নিজের অনুগামীদের সাথে শেয়ার করলেন। আর বিশেষ ছবিতে অভিনেত্রীর এই টিকালো নাক পুরোটাই প্রযুক্তির সহায়তায় করা।

শুধু নিজের নতুন লুক নয় সাথে ছবির ট্রেলার ও শেয়ার করলেন লাস্যময়ী শ্রীলেখা মিত্র। ছবিটি সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরী করা হয়েছে। পাশাপাশি পুরোনো কিছু ইতিহাস ও দেখানো হবে এই সিনেমাতে। শ্রীলেখাকে একজন নেত্রী হিসেবে দেখানো হবে। আর সেই ট্রেলারে পরিচালনায় একেবারে অন্য রকম আন্দাজে ধরা দেন শ্রীলেখা মিত্র।এই সিনেমা পরিচালনার দায়িত্বে আছেন সুশান্ত রায়। রাজনীতির গল্প কি করে মানবিক হয়ে উঠবে তাই বলবে এই নতুন ছবি৷ ছবিতে শ্রীলেখা ছাড়াও অভিনয় করছেন অখিলেন্দ্র মিশ্র, রবিন দাস, রাজীব গৌর সিং, পায়েল রায়, শাহিদুর রহমানের মতো অভিনেতারা।

ট্রেলারে অভিনেত্রীর লুক আর অভিনেত্রীর অভিনয় দুই বেশ প্রশংসনীয়। এই ছবির শ্যুটিং কলকাতা আর পুরুলিয়া দুই এলাকাতে সম্পন্ন হয়। উল্লেখ্য, ২০২১ সালের সালের বিধানসভা নির্বাচনে বামপন্থীদের হয়ে প্রচার করতে শ্রীলেখাকে দেখা গিয়েছে। এমনকি কিছুদিন আগেই রেড ভলান্টিয়ার্সদের টিকাকরণ নিয়েও সরব হয়েছিলেন শ্রীলেখা। পাশাপাশি ভুয়ো ভ্যাক্সিনেশান নিয়ে নিজের মতামত পোষণ করেছেন। রাজনীতির পাশাপাশি এবারে সিনেমাতেও নিজের রাজনীতির চিন্তা ভাবনার ছাপ ফেলতে চলেছেন শ্রীলেখা এখন সেটাই দেখার।