শ্রীলেখা মিত্র টলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। বহু বছর ধরে টেলিভিশন এবং সিনেমাতে দাপটের সঙ্গে কাজ করেছেন এই অভিনেত্রী। এই অভিনেত্রীর বয়স বাড়লেও চিররঙিন থাকতে ভালোবাসেন। টলিপাড়ার অন্যতম ঠোঁটকাটা অভিনেত্রীর মধ্যেও শ্রীলেখার নাম আসবে। তিনি বরাবর সোজা কথা সোজাভাবে বলতে বেশি ভালোবাসেন। অভিনেত্রী বহুবার যৌনতা, প্রেম, পরকীয়া নিয়ে খোলাখলি কথা বলেছেন তিনি। মাঝেমধ্যেই বেফাঁস মন্তব্য করে নানান বিতর্কেও জড়ান অভিনেত্রী। তবে সেই সব বিতর্ক নিয়ে বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি।
সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোই সক্রিয়। এখানেও অনেক সময় সোজাসাপটা মন্তব্য করে অনেক সময়ই নানান বিতর্কে জড়ান অভিনেত্রী। এমনকি বিনা মেকআপ ছবি পোস্ট করতে কোনওদিন দ্বিধা বোধ করেননি।তবে সোমবার বিকেলে এক্কেবার পরিপাটি করে সেজেগুজে সামনে এনেন শ্রীলেখা। এদিন তাঁর পরনের পোশাক নজরে না এলেও লুক ছিল সাবেকি তা বুঝতে কারোর অসুবিধা হয় নি। এদিন খোলা চুল, গলায় পান্না-হিরে দিয়ে সাজানো ভারী নেকপিস, কানে ঝোলা দুল পড়ে হাসি মুখে শ্রীলেখার নতুন ছবি পোস্ট। এরপর নেটিজেনদের প্রশ্ন, ‘মেয়ে পছন্দ?’
এই ছবিতেই স্পষ্টত তিনি কেন এই বয়সে বহু পুরুষের ক্রাশ। আজকের বহু নিউকামাদের তিননায়াসে টেক্কা দিতে পারেন শ্রীলেখা। কিন্তু আমচকা সোশ্যাল মিডিয়াতে কেন এমন পোস্ট? তাহলে কি ফের কনে সেজে ছাতনা তলায় বসতে চাইছেন অভিনেত্রী? সত্যি কি তবে বিয়ের জন্য ভালো পাত্র খুঁজছেন শ্রীলেখা? হাসতে হাসতে অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানান , ‘জানেনই তো, নিজেকে নিয়ে মজা করতে ভালবাসি। সেজেগুজে ছবি তুলেছি। মনে হল সবাইকে দেখাই’ এক সাক্ষাত্কারে এমনটাই জানিয়েছেন শ্রীলেখা। পাশাপাশি যোগ করেন, ‘নিজেকে পরখ করে দেখতে দোষ কী?’
অভিনেত্রী এদিন আরও জানান, মেয়ে পছন্দ করা মানে শুধু বিয়ের জন্যই পছন্দ করতে হবে তেমন তো কোনও কথা নেই। কেউ তাঁকে নিজের মেয়ে হিসাবেও পছন্দ করতেই পারে। পুজোর আগে নিজের বাবাকে হারিয়েছেন শ্রীলেখা। সেপ্টেম্বরে বাবার অকাল প্রয়াণে মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, এখন তিনি ‘অনাথ’। সেই ভাবনা থেকেই তাঁর আবদার, ‘চাইলে কেউ তাঁকে দত্তকও নিতে পারেন’।













A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’