বৌদ্ধ সম্প্রদায়ে খুশির হাওয়া, শ্রীলঙ্কায় নিষিদ্ধ হতে চলেছে গোহত্যা

শ্রীলঙ্কা : শ্রীলঙ্কার সরকার এবার গোহত্যা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত, ২০১৩ সালের ২৬ জুন সিংহল রাভায়া সংগঠনের বৌদ্ধ ভিক্ষুরা কলম্বোয় বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। এমনকি গোহত্যা নিষিদ্ধ করার দাবিতে একজন বৌদ্ধ ভিক্ষু গায়ে আগুন দিয়ে নিজেকেই পুড়িয়ে মারেন। তখন থেকে শ্রীলঙ্কার বৌদ্ধরা বছরের পর বছর নিজেদের দাবিতে অনড় ছিলেন। আর এবার তার ফল মিলতে চলেছে শীঘ্রই। জানা গিয়েছে এই সংবাদে খুশি দেশের অধিকাংশ নাগরিক।

শ্রীলঙ্কার বেশিরভাগ মানুষ গরুকে দেবতা রূপে পূজা করেন তাই সংসদীয় কমিটির বৈঠকের সময় গোহত্যা বন্ধ করার প্রস্তাব রাখেন  শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্ষে। এই পরই এই প্রস্তাবে সমর্থন জানান অন্য সংসদরাও। এই বিষয়ের নিরিখেই এবার শীঘ্রই গোহত্যা নিষিদ্ধ করা হবে শ্রীলঙ্কায়।