কলকাতাঃ গত মাসেই জানানো হয়, ১লা অক্টোবর থেকে খুলতে চলেছে যাত্রা, নাটক, সঙ্গীত অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, খোলা মঞ্চে থিয়েটার, আবৃত্তি বা ম্যাজিক শো। এমনকি খুলে যেতে চলেছে সিনেমা হলও। শারীরিক দূরত্ববিধি এবং অন্য স্বাস্থ্যবিধি মেনে আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে এসব।
বাধ্যতামূলক করা হবে মাস্ক এবং স্যানিটাইজার। এবার খোলার প্রস্তুতি ধরা পড়ল উত্তর কলকাতার ঐতিহ্যশালী স্টার থিয়েটারে। ইতিমধ্যেই হল পরিস্কার করার পাশাপাশি স্টার থিয়েটারে সামাজিক দূরত্ব বজায় রেখেই বসার ব্যবস্থা করা হচ্ছে। রেয়ার স্টলের পাশেই বেশ কিছুটা বসার ব্যবস্থা হলুদ রিবন দিয়ে চিহ্নিত করে বাদ দেওয়া হয়েছে।
কিন্তু ব্যালকনিতে বসার ব্যবস্থা আপাতত বন্ধ রয়েছে। বসার আসনগুলি চিহ্নিত করা রয়েছে সবুজ কভার দিয়ে। দুটি করে আসন বাদ দিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে। জানানো হয়েছে করোনা বিধি মেনে গেটের বাইরে স্যানিটাইজেশন মেশিন বসানো হবে। ঢোকার মুখে হবে থার্মাল চেকিং করা হবে।
কিন্তু হল খুলে গেলেও পুরনো ছবি দেখানো হবে নাকি নতুন ছবি দেখানো হবে সেটা নিয়ে ভাবনা চিন্তা চলছে। কোভিড পরিস্থিতিতে এক এক করে সমস্যার মুখে পড়েছে যাত্রা এবং নাটকের শিল্পীরা। এবার তাদের কথা ভেবেই যাত্রা, নাটক-সহ সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাড়পত্র দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।