দীপাবলি উপলক্ষে শুরু করুন এই সুপারহিট ব্যবসা, আয় হবে লাখ টাকায়
দীপাবলি উপলক্ষে এখন অনেকেই এই ধরনের ব্যবসা শুরু করতে চাইছেন
আজকের দিনে শুধুমাত্র একটা চাকরি দিয়ে সংসার চলে না। চাকরির পাশাপাশি একটা ব্যবসার ও প্রয়োজন হয়। এখনকার দিনে বাজারে জিনিসপত্রের দাম যেরকম ভাবে বেড়েছে, তাতে শুধুমাত্র চাকরির ভরসায় থেমে থাকা যায় না। তাই নতুন প্রজন্মের ছেলেমেয়েরাও আজকাল ব্যবসার দিকে ঝুঁকতে শুরু করেছেন। অনেকেই এখন ব্যবসার মাধ্যমে আয় করছেন। আপনি যদি ব্যবসার মাধ্যমে মোটা টাকা আয় করতে চান তাহলে আমরা আপনাকে আজ কিছু ইউনিক ব্যবসার ব্যাপারে জানাতে চলেছি। এগুলো কিন্তু সারা বছরের ব্যবসা নয়। কিন্তু দীপাবলীর মতো উৎসবের মৌসুমে এই ব্যবসা দারুন চলে। এই ব্যবসা যদি আপনি দীপাবলীর আগে করতে পারেন তাহলে বিপুল টাকা আয় করতে পারবেন। পাশাপাশি এই ব্যবসা করতে খুব বেশি অর্থের প্রয়োজন হবে না। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ব্যবসার ব্যাপারে বিস্তারিত।
রঙিন মোমবাতি তৈরি
যেকোনো ব্যবসা চালানোর জন্য বাজারে প্রথমত এই পণ্যের চাহিদা থাকতে হবে। ভারত উৎসবের দেশ। সারা বছরে বারো মাস কোন না কোন উৎসব লেগেই থাকে। আগামী কয়েকদিনের মধ্যেই দীপাবলি আর ছট পূজার মতো উৎসব আসছে। আর এই সমস্ত উৎসবের মরশুমে মোমবাতির একটা বিশাল প্রয়োজন রয়েছে। দীপাবলিতে বাড়ি সাজাতে রঙিন মোমবাতির চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বিগত কয়েক বছরে। এই মোমবাতি তৈরীর ব্যবসা শুরু করলে আপনার খুব একটা বেশি খরচ হবে না। আপনি মাত্র ১০ হাজার টাকা দিয়ে একটি মেশিন বসিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন। মোমবাতি তৈরীর কাঁচামাল ও আপনি খুব সহজে পেয়ে যাবেন। আপনি ছাঁচের সাহায্যে মোম ঢেলে খুব সহজেই এই মোমবাতি তৈরির ব্যবসা করতে পারেন। বিভিন্ন ডিজাইনের ছাচ ব্যবহার করলে বিভিন্ন ধরনের মোমবাতি তৈরি করা যাবে।
ইলেকট্রিক লাইট
দীপাবলি এবং ছট পূজা উপলক্ষে বাড়ি সাজাতে কে না ভালোবাসে। বাড়ি হোক দোকান হোক কিংবা সরকারি বিল্ডিং সবই রঙিন আলোয় আলোকিত থাকে এই দীপাবলির মৌসুমে। তাই এই সময়ে এই বৈদ্যুতিক আলোর ব্যাপক চাহিদা থাকে। আপনি অল্প পরিসরে এই আলংকারিক লাইটের ব্যবসা শুরু করতে পারেন। বাজেট অনুযায়ী আপনি পাইকারি বাজার থেকে রেডিমেড লাইট কিনে নিকটস্থ বাজারে বিক্রি করতে পারেন। এতে আপনি ভাল মার্জিন রাখতে পারেন। এছাড়াও এই লাইট আপনি অনলাইন প্লাটফর্মেও বিক্রি করতে পারেন। যদি আপনি মার্জিন কম রাখতে চান তাহলে আপনার বিক্রি ভালো হবে।
ডিজাইনের আইটেম
দীপাবলি উপলক্ষে সবাই নিজেদের ঘর সাজানোর জন্য নতুন নতুন পরিকল্পনা করতে থাকেন। এই সময় যদি আপনি রঙিন ঝাড়বাতি বা আলোর মতো জিনিস তৈরি করতে পারেন তাহলে অনেকেই আপনার থেকে এই জিনিস কিনবে। সাজসজ্জার বিভিন্ন সামগ্রী দীপাবলীর সময় অনেকেই কিনে থাকেন। আপনি নিজেই বাড়িতে এই জিনিসগুলি তৈরি করতে পারেন। এছাড়া পাইকারি বাজার থেকে কিনে খুচরা বাজারে বিক্রি করেও আপনি লাভ করতে পারেন।
মাটির প্রদীপ তৈরি
দীপাবলীর মৌসুমে মাটির প্রদীপের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। এই সময়ে মাটির প্রদীপের একটা বিশাল চাহিদা থাকে। আপনি নিজেই বাড়িতে এই মাটির প্রদীপ বানাতে পারেন। এছাড়া যারা মাটির কাজ করে তারাও এই প্রদীপ বানাতে পারে। বিভিন্ন উপায়ে এই মাটির প্রদীপ আপনি ডিজাইন করতে পারেন। তার পাশাপাশি ডিজাইনার ল্যাম্পও আজকাল বাজারে চলে এসেছে। এই সমস্ত জিনিস আপনি পাইকারি বাজার থেকে কিনে খুচরা বাজারে বিক্রি করতে পারেন। যদি আপনি মার্জিন ভালো রাখতে পারেন তাহলে আপনার দারুন লাভ হবে এই ব্যবসায়।