কলকাতানিউজ

আজ থেকেই শুরু, বুলবুলে ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণের টাকা দেওয়া

Advertisement

বুলবুলে বিধ্বস্ত এলাকার চাষিদের হাতে ক্ষতিপূরণ এর টাকা এই সপ্তাহেই চলে যাবে বলে জানানো হলো নবান্ন সূত্রে। বুলবুলে ক্ষতিগ্রস্ত চাষিরা সর্বাধিক ২ হেক্টর জমির জন্য ক্ষতিপূরণ পাবেন বলে জানানো হয়েছে, এবং প্রতি হেক্টর জমির জন্য ১৩,৫০০ টাকা ক্ষতিপূরণ পাবে। এই টাকা সরাসরি চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে বলে জানানো হয়েছে।

রাজ্যের কৃষিমন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যেই বুলবুলে ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ দিতে হবে। সেই মতো যুদ্ধকালীন তৎপরতাই কাজ চালাচ্ছি আমরা। যেসমস্ত চাষিরা ইতিমধ্যেই আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোয়েকদিনের মধ্যেই টাকা চলে যাবে।’ নবান্ন সূত্রে জানানো হচ্ছে যে, রাজ্যের ছ’টি জেলার মোট ১৪ লক্ষ ৯০ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। অনুমানিক ক্ষতির পরিমাণ ১৪,০০০ কোটি টাকা।

এছাড়াও এই ক্ষতিপূরণ ছাড়াও কৃষকরা ‘কৃষকবন্ধু’ প্রকল্প থেকে মাথাপিছু আড়াই হাজার টাকা করে সাহায্য পাবেন। ধান চাষের ক্ষতির জন্যে রাজ্যে চালের উপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হলেও, এদিন এক আধিকারিক সেই আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেন, রাজ্যে চাল এমনিতেই উদ্বৃত্ত। তাই চালের উপর প্রভাব পড়ার কোনো সম্ভাবনাই নেই।

Related Articles

Back to top button