ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

SBI FD: স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে ৩০ মাসের জন্য ৩ লাখ টাকা রাখলে রিটার্ন কতটা মিলবে? জানুন পুরো হিসাব

আজকে আপনার জন্য রয়েছে ভারতের সবথেকে সেফ ব্যাংকের ফিক্সড ডিপোজিট একাউন্টের হিসাব

Advertisement

ভালো নিরাপদ বিনিয়োগের জায়গার কথা উঠলে সবার আগে মানুষজনের মাথায় আসে ফিক্স ডিপোজিটের কথা। Fd এমন একটা জায়গায় যেখানে বিনিয়োগ করলে আপনি সরকারের নিরাপত্তা পেয়ে যান এবং তার সাথেই ভালো রিটার্ন পেয়ে যান। বাজারের ঝুঁকির সাথে এটা একেবারেই লিঙ্ক নয় এবং এই কারণে আপনার টাকা ডুবে যাবার কোন সম্ভাবনা নেই। ফিক্স ডিপোজিট করার ক্ষেত্রে ভারতীয়দের প্রথম পছন্দ হয়ে ওঠে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। এখানে আপনারা ৭ দিন থেকে ১০ বছরের জন্য ফিক্স ডিপোজিট করতে পারেন। এই ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে আপনারা প্রতিবছর দারুন রিটার্ন পেয়ে যান। তাহলে, যদি কোন ব্যক্তি ৩০ মাসের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোন একটি ফিক্সড ডিপোজিট প্রকল্পে ৩ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি কত টাকা রিটার্ন পেয়ে যাবেন?

এসবিআই-তে ৭ দিন থেকে ৪৫ দিন মেয়াদে ৩.৫০ শতাংশ, ৪৬ দিন থেকে ১৭৯ দিন মেয়াদে ৫.৫০ শতাংশ, ১৮০ দিন থেকে ২১০ দিন মেয়াদে ৬.০০ শতাংশ, ২১১ দিন থেকে ১ বছর মেয়াদে ৬.২৫ শতাংশ, ১ বছর থেকে ২ বছরের কম মেয়াদে ৬.৮০ শতাংশ, ২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদে ৭.০০ শতাংশ, ৩ বছর থেকে ৫ বছরের কম মেয়াদে ৬.৭৫ শতাংশ এবং ৫ বছর থেকে ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৬.৫০ শতাংশ হারে সুদ পাওয়া যায়।

আমাদের হিসাবের পরিপ্রেক্ষিতে খেয়াল রাখা দরকার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখন সাধারণ গ্রাহকদের ২ বছরের বেশি এবং ৩ বছরের কম সময়ের জন্য টার্ম ডিপোজিটের ক্ষেত্রে ৭% সুদ অফার করছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখন সিনিয়র সিটিজেনদের ২ বছরের বেশি এবং ৩ বছরের কম সময়ের জন্য টার্ম ডিপোজিটের ক্ষেত্রে ৭.৫০% সুদ অফার করছে।

দেখে নেওয়া যাক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিট স্কিমে ৩০ মাসের জন্য ৩ লাখ টাকা বিনিয়োগ করলে, ম্যাচিউরিটির সময়ে কত টাকা পাওয়া যেতে পারে। প্রতি বছর ৭% সুদের হারে কোনও সাধারণ গ্রাহক যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিট স্কিমে ৩০ মাসের জন্য ৩ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে এসবিআই এফডি ক্যালকুলেটর অনুযায়ী ম্যাচিউরিটির সময়ে মোট ৩,৫৬,৮৩৩ টাকা পাওয়া যেতে পারে। অন্য দিকে, প্রতি বছর ৭.৫০% সুদের হারে কোনও সিনিয়র সিটিজেন যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিট স্কিমে ৩০ মাসের জন্য ৩ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে এসবিআই এফডি ক্যালকুলেটর অনুযায়ী ম্যাচিউরিটির সময়ে মোট ৩,৬১,২৪১ টাকা পাওয়া যেতে পারে।

Related Articles

Back to top button